টুকরো খবর |
গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি, দোকানে আগুন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে ময়না থানার গোকুলনগর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এ বার তৃণমূল সদস্য হিসেবে জিতেছেন হীরালাল আদক। শনিবার পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূল সমর্থকদের গণ্ডগোলে এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার রাতে নিজের দোকান সংলগ্ন বাড়িতে ঘুমিয়েছিলেন হীরালালবাবু। রাত সাড়ে বারোটা নাগাদ একদল লোক তাঁর দোকান ও বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এমনকী বাড়ির সামনে রাখা তাঁর ট্রেকারটিতেও দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দারা মিলে ট্রেকারের আগুন নিভিয়ে ফেলে। কিন্তু আগুনে হীরালালবাবুর বাড়ি ও দোকান ভস্মীভূত হয়ে যায়। হীরালালবাবু জানান, দোকানে দু’টি জেরক্স মেশিন, একটি কম্পিউটার-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে। ময়নার তৃণমূল ব্লক কার্যকরী সভাপতি সুব্রত মালাকারের অভিযোগ, “সিপিএমের প্রাক্তন বিধায়ক মুজিবর রহমানের নেতৃত্বেই হীরালালবাবুর দোকান, বাড়ি ও ট্রেকারে আগুন ধরিয়েছে দলের সমর্থকরা।” যদিও মুজিবর রহমানের পাল্টা অভিযোগ, “ওই গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্যদের দু’জনকে অপহরণ করে আটকে রেখে জোর করে বোর্ড দখল করেছিল তৃণমূল। এখন নিজেদের দোষ ঢাকতে তৃণমূল কর্মীরা নিজেরাই চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।”
|
দুঘর্টনায় মৃত্যু কলেজ ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রের। পুলিশ জানায় মৃতের নাম প্রীতম পাড়ুই (১৯)। ঘটনায় আহত হয়েছেন প্রীতমের সহপাঠী অওলত আলি। মঙ্গলবার রাতে আটাটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া সড়কের কাছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া কলেজের ওই দুই ছাত্র এ দিন চায়েক দোকানে চা খেয়ে হেঁটে ছাত্রাবাসে ফিরছিল। সেই সময় ঘাটাল থেকে পাঁশকুড়াগামী একটি বাস তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রীতমের মৃত্যু হয়।
|
মেয়ের সাক্ষ্যে বাবার নালিশ খারিজ |
তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন দেবাশিস বর নামে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বাসিন্দা। তার পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। কিন্তু মঙ্গলবার বিচারপতির সামনে দাঁড়িয়ে বাবার অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়ে দেবিকা জানান, তাঁকে অপহরণ করা হয়নি। তিনি সাবালিকা এবং নিজের ইচ্ছেতেই বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, আপনার বয়স কত? দেবিকা জানান, তাঁর বয়স ২২ বছর। প্রশ্ন: আপনাকে কি জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? দেবিকা জানিয়ে দেন, তিনি নিজের ইচ্ছেয় গিয়েছেন এবং ৮ জুলাই রেজিস্ট্রি বিয়ে করেছেন। মামলা খারিজ করে দেন বিচারপতি। |
|