আলোচনার দায় রাজ্যেরও: বিমান |
নিজস্ব সংবাদাদাতা • তমলুক |
পাহাড় সমস্যার সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে দলের জেলা কার্যালয়ে প্রয়াত দুই জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সত্যগোপাল মিশ্র ও সন্তোষ দিন্ডার স্মরণসভায় এসে ওই মন্তব্য করেন বিমানবাবু। তিনি বলেন, “গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা যে ভাবে আন্দোলনে নেমেছে তাতে রাজ্য সরকারকে নিজের জেদ ছেড়ে আলোচনায় উদ্যোগী হতে হবে।” |
|
তমলুকে স্মরণসভায় বিমান বসু।— নিজস্ব চিত্র। |
অনুষ্ঠানে বিমানবাবু স্মরণ করিয়ে দেন জিটিএ গঠনের সময় কেন্দ্র, রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চা তিন পক্ষ মিলে চুক্তি করেছিল। তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি ছোট রাজ্যের কথা বলে। কংগ্রেস মুখে না বললেও রাজনৈতিক স্বার্থে তেলঙ্গানা রাজ্য গঠনের দাবিকে সায় দিয়েছে। কিন্তু এ ভাবে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হয় কী?” পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল ও রাজ্য সরকারের সমালোচনার সঙ্গেই আত্মসমালোচনার সুরে তিনি বলেন, “আমরা যখন সরকারে ছিলাম তখন আমাদেরও ভুল হয়েছিল। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কমিউনিস্টদের আদর্শ রক্ষায় লড়াই করতে হবে।” এ দিনের সভায় বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব, দীপক সরকার প্রমুখ। |
|