দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে জয়
এখানে টেস্ট খেললে আরও ভাল বল করব, আশায় সামি
মুখে কিছু না বললেও তাঁর শরীরের ভাষা বুঝিয়ে দিয়েছে বাংলার পেসারের বোলিংয়ে তিনি বেশ খুশি। যখন দেড়শোর ওপর আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটসম্যান জাঁ পল ডুমিনিকে এলবিডব্লু-র ফাঁদে ফেলে ফিরিয়ে দিলেন মহম্মদ সামি, তখন প্যাভিলিয়নে বসে থাকা ডানকান ফ্লেচারের গলা থেকে বেরোল অস্ফুট আওয়াজ, “ওহ মাই গড, হোয়াট আ ডেলিভারি।”
এমন বল মঙ্গলবার আরও করলেন সামি। ফল দিনের শেষে তাঁর বোলিং বিশ্লেষণ ১০-৩-৩৩-৩। আর এক পেসার ঈশ্বর পান্ডেও কম যান না। ২৪ বছর বয়সি মধ্যপ্রদেশের পেসার আগের ইনিংসের মতোই সমান ধারালো। এ বার নিলেন তিন উইকেট। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিলেন ঈশ্বর। এই দুই পেসারের তাণ্ডবেই নিজেদের মাঠে ভারত ‘এ’-র সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হল দক্ষিণ আফ্রিকা ‘এ’।

ম্যাচের ভাগ্য গড়লেন ঈশ্বর।
চার দিনের ‘টেস্ট’ ইনিংস ও ১৩ রানে জিতল চেতেশ্বর পূজারার দল। সামি ফেরালেন ওপেনার এলগার ও ক্যাপ্টেন অনটঙ্গ-কেও।
“এমন সুন্দর আবহাওয়া। ভাল বল করার সব রকম রসদ রয়েছে এখানে”, রাস্টেনবার্গের অলিম্পিয়া পার্ক থেকে হোটেলে ফেরার পথে ফোনে বলছিলেন মহম্মদ সামি, “তবে উইকেট তেমন পেস সহায়ক ছিল না। কিন্তু তা সত্ত্বেও পরিবেশ আর আবহাওয়া তাতিয়ে দিয়েছিল আমাদের। দেখলেন না, ঈশ্বরও কেমন ভাল বল করল।” এ দিন এই নতুন পেস জুটির দাপটে দক্ষিণ আফ্রিকা ‘এ’-কে ফলো অন করিয়ে দ্বিতীয় ইনিংসে ২১২ রানে থামিয়ে দিল ভারত ‘এ’।ম্যাচ জিতে ফেরার পর ডানকান ফ্লেচার অবশ্য ভারতীয় তরুণদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেননি। সামির কথায়, “শুধু বললেন, ওয়েল ডান বয়েজ। ব্যস এটুকুই।” ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম টেস্টে নিলেন মোট চার উইকেট। অল্প হলেও সামি কিন্তু ধোনির দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন। বললেন, “ঈশ্বর চাইলে সুযোগ পাব হয়তো। আমার জন্য প্রার্থনা করবেন প্লিজ। তবে, এটুকু বলতে পারি, সুযোগ পেলে বোধহয় এর চেয়েও ভাল বল করব।” কথাগুলো যে নেহাৎ আবেগের বশে বলা নয়, এর পিছনে যুক্তিও আছে, তা বোঝা গেল সামির ব্যাখ্যায়। বললেন, “এখানে তো শুধু ভাল আবহাওয়ার সাহায্য পেয়েই আরামসে বল করতে পারছি। উইকেটও আসছে। সিনিয়র দলের টেস্ট সিরিজে তো ভাল আবহাওয়ার সঙ্গে ফাস্ট উইকেটও পাব। সে জন্যই আশা করি, সুযোগ পেলে আরও ভাল বল করতে পারব।” আত্মবিশ্বাস ঝরে পড়ছিল সামির গলায়।

সামি-ও গড়লেন ম্যাচের ভাগ্য।
ম্যাচের পরে ডানকান ফ্লেচার তেমন কিছু সামিদের না বললেও খেলার সময় ভারতীয় পেসারদের দারুণ প্রশংসা করেছেন বলে জানালেন দলের ম্যানেজার সুবীর গঙ্গোপাধ্যায়। এ দিন ফোনে বললেন, “অল্প কথার মানুষ উনি। তবে যখন সামি-ঈশ্বররা উইকেট পাচ্ছিল, তখন ওঁর এক একটা মন্তব্য থেকেই বোঝা যাচ্ছিল, পেসারদের পারফরম্যান্সে কতটা খুশি ফ্লেচার।”
সামির হঠাৎ আশাবাদী হয়ে ওঠার কারণ বোধহয় এটাই।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ‘এ’
প্রথম ইনিংস ৫৮২-৯,

দক্ষিণ আফ্রিকা ‘এ’
প্রথম ইনিংস ৩৫৭ ও দ্বিতীয় ইনিংস ২১২
(প্রথম ইনিংসে ৩১২-৯ থেকে শুরু হয় চতুর্থ দিনের খেলা।

ইশ্বর ৯.৫-২-২৫-৩, সামি ১০-৩-৩৩-৩, বাভুমা ৬৫)।

পুরনো খবর:
জয়ী উন্মুক্তরাও
অধিনায়ক এবং ম্যান অব দ্য ম্যাচ সূর্যকুমার যাদবের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপে নেপালকে ৮৪ রানে হারাল ভারতের অনূর্ধ্ব ২৩ দল। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল (৮৮), উন্মুক্ত চাঁদ (৬১) এবং সূর্যর (৬৫) সাহায্যে ৫০ ওভারে ২৬৮-৫ তোলে ভারত। জবাবে মাত্র ১৮৪-৮ তুলতে পারে নেপাল। বোলারদের মধ্যে সফল অঙ্কিত বাওনে (৩-৩৬), সন্দীপ ওয়ারিয়র (২-৭) এবং সূর্য (১-২১)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.