|
|
|
|
কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, গুলিতে হত |
সংবাদসংস্থা • মুম্বই |
অজ্ঞাতপরিচয় দুই বন্দুকবাজের গুলিতে নিহত হলেন কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনকারী নরেন্দ্র দাভলকর। মঙ্গলবার পুণের ঘটনা। ৬৯ বয়সী দাভলকর পেশায় চিকিৎসক ছিলেন। প্রায় দশ বছর আগে কুসংস্কারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য চাকরি ছেড়ে দিয়ে কয়েকটি বিজ্ঞান মঞ্চে যোগ দেন।
গত চার-পাঁচ বছর ধরে মহারাষ্ট্রে কুসংস্কার-বিরোধী বিল পাশ করার জন্য সচেষ্ট ছিলেন দাভালকর। তাঁর বক্তব্য ছিল, “আমি কারও বিশ্বাসের বিরোধী নই। তবে আমি সব কুসংস্কারের বিরোধী।” বিলটি পাশ হতে দেরি হওয়ায় সম্প্রতি মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণকে দায়ী করেছিলেন দাভলকর। তাঁর দাবি ছিল, রাজ্যের উন্নতি চান না চহ্বাণ। তাই গত সাত অধিবেশনে এই বিলটি নিয়ে কোনও কথাই ওঠেনি বিধানসভায়। সম্প্রতি জাত ভিত্তিক পঞ্চায়েত গঠনের বিরোধিতা করে প্রচার শুরু করেন দাভলকর। সরাসরি নদী, সমুদ্র বা পুকুরে মূর্তি না ফেলে কোনও আবদ্ধ জায়গায় জল দিয়ে মূর্তি গলানোর পক্ষেও তিনি প্রচার শুরু করেন। তিনি বলতেন এর ফলে জলের দূষণ কমবে।
মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দাভলকর। পুলিশ সূত্রের খবর, একটি সেতুর কাছে হঠাৎই দুই মোটরবাইক আরোহী দাভলকরকে সামনাসামনি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, দাভলকরকে লক্ষ্য করে মোট চারটে গুলি ছোড়া হয়। দু’টি দাভলকরের মাথায় লাগে।
দাভলকরের হত্যার বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দলই। হত্যাকারীর খোঁজ দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন পৃথ্বীরাজ। স্বরাষ্ট্রমন্ত্রী আর পাটিল এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডে এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছেন, “যাঁরা সমাজের উন্নতির জন্য কাজ করেন তাঁদের যে এই রাজ্যে কোনও জায়গা নেই, এই খুনের ঘটনা সেটাই প্রমাণ করে।” |
|
|
|
|
|