যে পুলিশ সাধারণ নাগরিকদের সব সময়ে হেলমেট পরার পরমার্শ দেয়, তাদের মাথায় হেলমেট না থাকায় খোদ পুলিশের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ উঠে গেল এ বার। মাথায় হেলমেট না পরার মাসুল দিলেন কলকাতা পুলিশের এক মহিলা সাব-ইনস্পেক্টর। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে চলন্ত মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হলেন তিনি।
পুলিশ জানায়, সোমবার রাতে শ্যামবাজার পাঁচ মাথার অদূরে বাগবাজার স্ট্রিটের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। সোমা মানি নামে ওই সাব-ইনস্পেক্টর বড়তলা থানায় কর্মরত। রাত হয়ে যাওয়ায় থানারই আর এক কনস্টেবলের মোটরবাইকে চড়ে বরাহনগরের বাড়িতে ফিরছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই অফিসারকে একবালপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
লালবাজারের এক কর্তা জানান, সোমার মাথায় কেন হেলমেট ছিল না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সোমার মাথায় হেলমেট না থাকা সত্ত্বেও ওই কনস্টেবল কেন তাঁকে মোটরবাইকের পিছনে বসালেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সোমার দু’কাঁধে দু’টি ব্যাগ ছিল। বাড়ি ফেরার পথে তাঁর স্বামী ফোন করে জানতে চান, কত দূরে তিনি রয়েছেন। স্বামীর সঙ্গে কথা শেষ করে মোবাইল ফোনটি একটি ব্যাগে রাখতে গিয়ে সোমা টাল সামলাতে পারেননি বলে অনুমান পুলিশের। পিছনে বসেই এক দিকে হেলে যান। যিনি মোটরবাইক চালাচ্ছিলেন, সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্তারা জেনেছেন, বাগবাজার মোড়ের কাছে রাস্তা উঁচু-নিচু থাকায় মোটরবাইকের চাকা সামান্য ঘুরে যায়। তখনই সোমা এক দিকে হেলে রাস্তায় পড়ে যান। তাতেই ঘটে বিপত্তি। |