স্নাতক স্তরে আসন বাড়ানোর দাবিতে সিটি কলেজে আন্দোলন শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মঙ্গলবার দুপুর ১টা থেকে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করে টিএমসিপি-র একটি দল। বিকেলে তারা রিলে অনশনেও বসে। আজ, বুধবার কর্তৃপক্ষ কলেজে ভর্তি সংক্রান্ত কমিটির বৈঠক ডেকে দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়ার পরে অনশন তুলে নেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়িত করা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মে আজ, বুধবারই স্নাতক স্তরে ছাত্রভর্তির শেষ দিন। টিএমসিপি-র রাজ্য সম্পাদক তমোঘ্ন ঘোষের অবশ্য দাবি, নৈতিক সমর্থন থাকলেও তাঁরা আন্দোলনে সরাসরি যুক্ত হননি। ভর্তির সুযোগ না-পাওয়া প্রার্থীরাই অবস্থান বিক্ষোভ ও অনশনে বসেছিলেন।
কলেজ সূত্রের খবর, গত কয়েক বছরে আসন বাড়ানো হলেও সেই অনুপাতে শিক্ষক বা শিক্ষাকর্মীর সংখ্যা বাড়েনি। তাই পরিকাঠামোর বন্দোবস্ত না করে এ বছর ফের আসন বাড়াতে কলেজ কর্তৃপক্ষের আপত্তি আছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ (টিচার-ইন-চার্জ) মুকুলকান্তি মান্না বলেন, “কোন বিভাগে কত ছাত্র ভর্তি হয়েছে, কাউন্সেলিংয়ে ডাক পেয়েও যারা ভর্তি হতে পারেনি, তাদের ভর্তি করা যায় কি না, এ সব নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করতে হবে।” |