টুকরো খবর
স্পট এক্সচেঞ্জের শীর্ষ কর্তা-সহ ৭ জন বরখাস্ত
ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অঞ্জনী সিংহকে বরখাস্ত করল আর্থিক সঙ্কটে পড়া ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল)। সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, পরিচালন পর্ষদ আরও ছ’জন কর্তাকে বরখাস্ত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন চিফ ফিনান্সিয়াল অফিসার শশীধর কোটিয়ান-ও। লগ্নিকারীদের প্রথম দফায় টাকা মেটানোর দিনে নিয়ন্ত্রক ফরোয়ার্ড মার্কেটস কমিশনের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়াতেই তাঁদের সরানো হল। এই দফায় নির্ধারিত ১৭৪.৭২ কোটি টাকার মধ্যে মাত্র ৯২.১২ কোটি মেটাতে পেরেছে স্পট এক্সচঞ্জ। কর্তৃপক্ষ জানান, মূলত ন’জন এনএসইএল সদস্য তাঁদের প্রদেয় অর্থ মেটাতে না-পারাই এর কারণ। উল্লেখ্য, কেন্দ্রের নির্দেশে লেনদেন বন্ধ হয়েছে এনএসইএলে। লগ্নিকারীদের ৫,৬০০ কোটি টাকা মেটাতে ৭ মাস সময় দেওয়া হয়ছে তাদের।

পুরনো খবর:
দিনভর ওঠা-পড়া শেয়ার বাজারে
টাকার পতন অব্যাহত থাকায় মঙ্গলবার লেনদেনের শুরুতে ৩৩০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। বিশেষ করে প্রতি ডলারের দাম ৬৪.১৩ ছোঁয়ায় আতঙ্কিত লেনদেনকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। এক সময়ে তা নামে ১৭,৯৭০.৯৮ অঙ্কে। ২০১২-র সেপ্টেম্বরের পর এই প্রথম ১৮ হাজারের নীচে নামল সেনসেক্স। তবে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে টাকা কিছুটা ঘুরে দাঁড়ানোয় তাল মিলিয়ে বাড়ে শেয়ার বাজারও। দিনের শেষে সূচক পড়লেও, মাত্র ৬১ পয়েন্ট কমে তা বন্ধ হয় ১৮,২৪৬.০৪ অঙ্কে। এনএসই সূচক নিফটি-ও নেমে যায় ৫৪০১.৪৫ অঙ্কে, যা প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে কম।

রাজ্যে ছোট শিল্পের প্রসার চান কালাম
রাজ্যে বিপুল সংখ্যক ক্ষুদ্র ও ছোট শিল্প সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত না-হওয়ায় এই শিল্পের প্রসার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। মঙ্গলবার ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ (ফসমি)-এর এক অনুষ্ঠানে তিনি বলেন, “শুনেছি এখানে প্রায় ৪৩ হাজার নথিভুক্ত সংস্থা রয়েছে। কিন্তু নথিভুক্ত নয় এমন সংস্থার সংখ্যা প্রায় ২৪ লক্ষ, যেখানে কাজ করেন প্রায় ৫৫ লক্ষ কর্মী। ওই সংস্থাগুলিকে নথিভুক্ত করাতে উদ্যোগী হতে হবে রাজ্য ও ফসমিকে।” তাঁর মতে, রাজ্যের আর্থিক উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ জরুরি। উল্লেখ্য, ‘জেলা শিল্প-কেন্দ্রে‘ (ডিআইসি) কোনও সংস্থা নথিভুক্ত না- থাকলে তারা সরকারি সুবিধা পায় না।

পুরনো খবর:
দিঘা উপকূলে ইলিশ
—নিজস্ব চিত্র।
বঙ্গোপসাগরে ঘনীভূত চলতি নিম্নচাপের আবহে রেকর্ড পরিমাণ ইলিশ উঠল দিঘা উপকূলে। রবি থেকে মঙ্গল— এই তিন দিনে প্রায় তিনশো টন ইলিশ উঠেছে বলে দাবি দিঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সচিব শ্যামসুন্দর দাসের।

সেবি-র নির্দেশ
লেনদেন চালুর আগে বাধ্যতামূলক ভাবে সমস্ত লেনদেনের মাধ্যম ও সফটওয়্যার পরীক্ষা করতে ব্রোকারদের নির্দেশ দিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। স্টক এক্সচেঞ্জগুলির সঙ্গে যৌথ ভাবে এই পরীক্ষা করাতে বলেছে তারা। কোনও ধরনের প্রযুক্তিগত কারণে যাতে লেনদেনকারীকে ক্ষতির মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ সেবি-র।

নতুন নিয়োগ
সুগত লাহিড়ী উত্তর-পূর্ব সীমান্ত রেলের নয়া মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হলেন। আইআইটি খড়্গপুর থেকে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা সুগতবাবু ১৯৯১-এ ভারতীয় রেলওয়ে সার্ভিসে যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.