আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল গোপালকৃষ্ণনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লগ্নিকারীদের আস্থা ফেরাতে সবচেয়ে আগে প্রয়োজন দেশের আর্থিক বৃদ্ধির গতি বাড়ানো। সোমবার কলকাতায় সিআইআইয়ের এক সভায় এ কথা জানান ইনফোসিসের এগ্জিকিউটিভ কো-চেয়ারম্যান এবং বণিকসভাটির প্রেসিডেন্ট সেনাপতি গোপালকৃষ্ণন। একমাত্র আর্থিক সংস্কার চালিয়ে গিয়ে অর্থনীতির ভিত শক্ত করতে পারলেই এটা সম্ভব হবে বলে জানান তিনি। বৃদ্ধির হার বাড়াতে কেন্দ্র ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আগামী দিনে তার ফল মিলবে বলেও আশা প্রকাশ করেন গোপালকৃষ্ণন। গত অর্থবর্ষে বৃদ্ধির হার নেমেছে ৫ শতাংশে, যা গত এক দশকে সবচেয়ে কম। এর সঙ্গেই ডলারে টাকার দাম পড়ায় তেল-সহ নানা ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি। টাকার পড়তি দামের জেরে চলতি খাতে লেনদেন ঘাটতিও চাপে রেখেছে কেন্দ্রকে। এ সব কিছুই নেতিবাচক প্রভাব ফেলেছে বৃদ্ধিতে। তাই সংস্কারের পক্ষে সওয়াল করে কেন্দ্রের কাছে সিআইআই ইতিমধ্যেই ১০ দফা দাবি জানিয়েছে। |
দেশি খুচরো ব্যবসার দক্ষতা বৃদ্ধিতে জোর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ টানা নিয়ে সওয়াল করার আগে দেশের রিটেল ব্যবসার দক্ষতা বাড়াতে হবে। সোমবার খুচরো ব্যবসা নিয়ে বণিকসভা এমসিসি চেম্বার অফ কমার্স-এর সভায় এই মন্তব্য করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, খুচরো ব্যবসার প্রায় ১১.৫০ শতাংশই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দখলে। আর এই ক্ষেত্রে জোগান বজায় রাখার জন্য বিশেষ জোরও দেওয়া হয়েছে রাজ্যে। পার্থবাবু জানান, নতুন খসড়া শিল্পনীতি এবং উৎসাহ প্রকল্পের আওতায় পাট, চা, বস্ত্র, চামড়া, গয়না ইত্যাদি শিল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, এর ফলে স্থানীয় বাজার থেকে পণ্য কিনলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে দেশীয় রিটেল সংস্থাগুলির পক্ষে। |
এফএমসির বিধি মেনে লেনদেন শুরু হবে স্পট এক্সচেঞ্জে
নিজস্ব প্রতিবেদন |
পণ্য লেনদেনের ব্যাপারে ফরোয়ার্ড মার্কেটস কমিশন (এফএমসি) বিধিনিয়ম ঠিক করে দেওয়ার পরই ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল)-এ লেনদেন শুরু হবে। পাশাপাশি, খুব শীঘ্রই লেনদেন সংক্রান্ত আর্থিক পাওনাও তাঁরা মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন এনএসইএল কর্তৃপক্ষ। সম্প্রতি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এফএমসির নিয়ন্ত্রণে থাকবে পণ্য লেনদেনের বাজার এনএসইএল। পাশাপাশি তারা এ কথাও জানায়, এ ব্যাপারে বিধিনিয়ম তৈরি না-হওয়া পর্যন্ত নতুন করে লেনদেনের কোনও বরাত (কনট্রাক্ট) ছাড়তে পারবেন না ওই পণ্য লেনদেন বাজার কর্তৃপক্ষ। আর এর পরেই এনএসইএল কর্তৃপক্ষ লেনদেনের পাওনা মেটানো (পে আউট) সাময়িক ভাবে বন্ধ করে দেন। গত রবিবারই এনএসইএল এবং এফএমসি কর্তাদের মধ্যে বৈঠক হয়। এনএসইএল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাওনা মিটিয়ে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। কী ভাবে পাওনা মেটানো হবে, সে ব্যাপারে প্রক্রিয়া ঠিক করার জন্য সোমবারই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এনএসইএল। |
দাম বাড়াচ্ছে বিএমডব্লিউ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী ১৫ অগস্ট থেকে ভারতে মিনি-সহ সব গাড়ির দাম ৫% পর্যন্ত বাড়াচ্ছে জার্মান গাড়ি বহুজাতিক বিএমডব্লিউ। সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত, টাকার দাম পড়ে যাওয়ায় আমদানি খরচ বৃদ্ধিই এর কারণ। এ দেশে এখন সংস্থার গাড়ির দাম শুরু ২৬.৫ লক্ষ টাকা থেকে। একই কারণে দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে মার্সিডিজ বেঞ্জও। জুলাই -এ দাম বাড়িয়েছে অডি। |