মুসলিম ব্রাদারহুডের ধর্মগুরু গ্রেফতার
সংবাদসংস্থা • কায়রো |
|
মহম্মদ বাদি |
মুরসি-সমর্থকদের ধরপাকড় চলছে কয়েক দিন ধরেই। এ বার মুসলিম ব্রাদারহুডের অন্যতম প্রবীণ ধর্মীয় নেতা মহম্মদ বাদিকে গ্রেফতার করল মিশরের সেনা সমর্থিত সরকার। সেনাবিরোধীদের কাছে যা একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রাবিয়া আল আদাউইয়া স্কোয়ারের কাছে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয় ওই নেতাকে। এই স্কোয়ারেই মুরসি সমর্থকরা শিবির করে ছিলেন। সামরিক বাহিনী এবং পুলিশ যে শিবির গুঁড়িয়ে দেওয়ার পর থেকেই মিশর ফের বিক্ষোভের কবলে। সেই বিক্ষোভেই রামসেস স্কোয়ারে প্রাণ হারিয়েছেন বাদির ৩৮ বছরের ছেলে আম্মার। তাদের নেতাকে গ্রেফতার হলেও আন্দোলনে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। তড়িঘড়ি মামুদ এজ্জত নামে এক জনকে দলের প্রধান ঘোষণা করেছে তারা। বাদির বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়া এবং গত জুন মাসে কায়রোয় দলের সদর দফতরে আট জন ব্রাদারহুড বিরোধীকে খুনে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বাদিকে নিয়ে যাওয়া হচ্ছে তোরা কারাগারে। যেখানে এখনও বন্দি মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। সোমবার সিনাইয়ে জঙ্গিদের হাতে ২৫ জন পুলিশের নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মিশরে।
পুরনো খবর: মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হতে পারে মিশরে
|
চিনের শৌচাগারে নতুন নিয়ম
সংবাদসংস্থা • বেজিং |
শৌচাগারের মতো অত্যন্ত গোপন স্থানেও থাকবে পাহারা। মঙ্গলবার এমনটাই জানাল চিন প্রশাসন। শৌচাগারে প্রস্রাব করতে ঢুকে কেউ যদি ঠিক জায়গায় প্রস্রাব না করে, একটু ও দিক ও দিক করেন তা হলেই জরিমানা করা হবে ১০০ ইউয়ান। ভারতীয় মূল্যে যা প্রায় এক হাজার টাকার সমান। আপাতত এই নিয়মটি চালু করা হয়েছে শেনজেন প্রদেশে। নতুন এই আইন জানাজানির পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উঠেছে সমালোচনার ঝড়। চিনের এক বাসিন্দা লিখেছেন, “সরকারি চাকরির ক্ষেত্রে নতুন একটি পদ তৈরি হল। কারণ, শৌচাগারে ঢুকলেই এক জন আপনার উপর নজর রাখবেন সর্বক্ষণ। এতে আরও কিছু লোক রোজগেরে হবে।” প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে, যদি কেউ আইন ভাঙেন তা হলে তাঁর ছবি তুলে ওই শৌচাগারেই লাগানো হবে।
|
বাংলাদেশে ধৃত ভারতীয়
সংবাদসংস্থা • ঢাকা |
লুকিয়ে ৬৫টি সোনার বার নিয়ে যেতে গিয়ে ঢাকা বিমানবন্দরে ধরা পড়লেন এক ভারতীয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, দীপক কুমার আচার্য নামের ওই ব্যক্তি হংকং থেকে বাংলাদেশ এসেছিলেন। ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে, বাংলাদেশে যার বাজার দর অন্তত সাড়ে তিন কোটি। এ ছাড়াও তাঁর কাছ থেকে মিলেছে ১১,২২৫টি মেমারি কার্ড এবং ১১টি আই-ফোন, যার মূল্য বাংলাদেশের বাজারে প্রায় ৫০ লক্ষ টাকা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
৩০০ টন জলে তেজস্ক্রিয় পদার্থ
সংবাদসংস্থা • টোকিও |
ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের ট্যাঙ্ক থেকে লিক করে সমুদ্রে মিশে গিয়েছে প্রায় ৩০০ টন তেজস্ক্রিয় পদার্থমিশ্রিত জল, মঙ্গলবার জাপান বিদ্যুৎ সংস্থার বিজ্ঞানীরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। ওই জলে মিশ্রিত পদার্থের তেজস্ক্রিয়তার পরিমাণ সাধারণের চেয়ে প্রায় ৫ গুণ বেশি।
পুরনো খবর: ফুকুশিমায় ফের তেজস্ক্রিয়তা |