শ্লীলতাহানি, অভিযুক্ত ৩
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
দ্বাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় গত রবিবার তিন জনের বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা। ফালাকাটা থানার আইসি ধ্রুব প্রধান বলেন, “অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার তদন্ত হচ্ছে।” কয়েক মাস ধরে ফালাকাটা স্টেশন রোড এলাকার এক যুবক ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। যুবকের বাবা প্রাক্তন সিটু নেতা বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ এবং বাসিন্দারা জানান, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর ওই যুবক হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের হাত থেকে মেয়েকে রক্ষা করতে ওই কিশোরীকে অন্যত্র বিয়ে দেবার জন্য চেষ্টার করছিলেন বাড়ির লোকজন। গত শুক্রবার পাত্রপক্ষের লোকজন ওই কিশোরীকে দেখতে আসেন। তাঁরা চলে যাবার পর ওই যুবক তার তিন সঙ্গীকে নিয়ে ছাত্রীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করে খুন করার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। |
প্রতিজ্ঞা ছিল তৃণমূল পঞ্চায়েতে ক্ষমতার না এলে তিনি আর চুল-দাড়ি কাটবেন না। তিনি সুভাষ রায়, ধূপগুড়ির ঝাড়আলতা ২ পঞ্চায়েতের খুট্টিমারি গ্রামের বাসিন্দা এক তৃণমূল সমর্থক। অবশেষে দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার পরে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। তাই সোমবার বাড়িতে পুরুত-নাপিত ডেকে এনে চুল-দাড়ি কামিয়ে নিলেন সুভাষবাবু। পরে পাত পেড়ে প্রতিবেশীদের খাওয়ানো হয়।
|
বিস্ফোরণে জড়িত কেএলও, সন্দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বারোবিশায় বিস্ফোরণ হওয়া বাসে দুধের কৌটোয় বিস্ফোরক ভরে রেখে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। কী ধরনের বিস্ফোরক ছিল তা নিয়ে নিশ্চিত না হলেও পুলিশ জানিয়েছে, বোমাটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ছিল। রবিবার দুপুরে বারোবিশা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অসম থেকে জয়গাঁগামী বাসে ওই বিস্ফোরণে আহত হন পাঁচ জন। পুলিশের সন্দেহ, কেএলও-ই বিস্ফোরণে জড়িত। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।”
পুরনো খবর: ডুয়ার্সে বাসে বোমা ফেটে জখম ৩ যাত্রী |