গঙ্গায় তাড়া করে দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শেওড়াফুলি |
গঙ্গায় কচুরিপানার মধ্যে লুকিয়েও লাভ হল না। সেখানেই স্পিডবোট ঢুকিয়ে ‘ব্যাটা’কে টেনে ডাঙায় তোলেন পুরসভার স্বেচ্ছাসেবী এবং পুলিশকর্মীরা। উদ্ধার হয় পকেটমারির টাকা। এ ভাবেই পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে। রবিবার বিকেলে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটের ঘটনা। পুলিশ সূত্রের খবর, শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে যাওয়ার আগে নিমাইতীর্থ ঘাটে স্নান সেরে জল তুলছিলেন অনেক পুণ্যার্থী। এক পূণ্যার্থীর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় সে। হইচই হতেই বেগতিক বুঝে টাকার ব্যাগ সমেত গঙ্গায় ঝাঁপ দেয় যুবকটি। স্পিডবোটে চড়ে ডাঙায় নজর রাখছিলেন পুরসভার গ্রিন পুলিশ, সিভিল পুলিশ এবং শেওড়াফুলি ফাঁড়ির পুলিশকর্মীরা। তাড়া করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার হয় জিনিসপত্র।
|
ডাক্তারকে মার, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দাবিমতো চাঁদা না দেওয়ায় উলুবেড়িয়ার বাজারপাড়ার শিশু চিকিৎসক সৌরভ মান্নাকে মারধরের ঘটনায় স্থানীয় ক্লাবের দুই সদস্য, শেখ মুন্না ও শেখ বুদোকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের বাড়িও ওই এলাকায়। এ দিনই উলুবেড়িয়া আদালত থেকে ধৃতেরা জামিন পান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য তাঁর কাছ থেকে স্থানীয় ক্লাবের সদস্যেরা ৩০০১ টাকা চাঁদা চেয়েছিলেন বলে জানিয়েছিলেন সৌরভবাবু। তিনি ৭৫০ টাকা দেওয়ায় রবিবার সকালে চেম্বারের মধ্যে ক্লাবের সদস্যেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
পুরনো খবর: দাবিমতো চাঁদা মেলেনি, চেম্বারে মার ডাক্তারকে
|
যুবককে খুন
নিজস্ব সংবাদদাতা • দাদপুর |
পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর পড়শির বিরুদ্ধে। দেবাশিস বাউল দাস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী। রবিবার হুগলির দাদপুরের বাবনান বাজার থেকে বিফল রায় (৪৭) নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন চুঁচুড়া হাসপাতালে ভর্তি করান। রাতে সেখানেই মারা যান বাবনানের সোনাজোল গ্রামের বাসিন্দা বিফলবাবু। তিনি খেতমজুরের কাজ করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। |