নিকাশি বেহাল, অবরোধ গ্রামবাসীদের |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মুম্বই রোড সম্প্রসারণের জেরে জলবন্দি হয়ে পড়েছেন তাঁরা, এই অভিযোগে সোমবার সকালে মুম্বই রোড অবরোধ করলেন উলুবেড়িয়ার দুই গ্রামের বাসিন্দারা। প্রবল যানজটের সৃষ্টি হল মুম্বই রোডে। ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। ছিলেন উলুবেড়িয়ার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ধাড়া। তাঁদের আশ্বাসে ঘন্টাখানেক পরে অবরোধ উঠে যায়। |
জলমগ্ন কদমতলা গ্রাম। ছবি: সুব্রত জানা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন উলুবেড়িয়ার কদমতলা মোড়ে মুম্বই রোড অবরোধ করেছিলেন উলুবেড়িয়া পুরসভার ১১ এবং ১৩ নম্বর ওয়ার্ডের কদমতলা ও তাঁতিবেড়িয়া গ্রামের বাসিন্দারা। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিতে এই দু’টি গ্রামে প্রায় কোমর সমান জল জমে যায়। গ্রামবাসীদের অভিযোগ, পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কোনোরকম নজর দেওয়া হয়নি গ্রামের নিকাশি ব্যবস্থায়। মুম্বই রোড সম্প্রসারণের কাজের ফলে সংলগ্ন নয়ানজুলিগুলিও বন্ধ। তাদের গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে জলবন্দি হয়ে আছেন তাঁরা। ঠিকমত পানীয় জলও পাচ্ছেন না।
মুম্বই রোড সম্প্রসারণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার আধিকারিক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “মুম্বই রোড সম্প্রসারণের জন্য কোনওরকম নিকাশি আমরা বন্ধ করিনি। নয়ানজুলিগুলি বন্ধ থাকায় আশপাশের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ছে। এটা দেখাশোনার দায়িত্ব পুরসভার।”
পুরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন সরকার বলেন, “পুরসভার পক্ষ থেকে লোকজন নিয়ে মুম্বই রোড কর্তৃপক্ষকে অনুরোধ করে অস্থায়ী ভাবে জল বের করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আলোচনা করে ড্রেন তৈরি করে স্থায়ী নিকাশির ব্যবস্থা করা হবে।” উলুবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান নাজিমা খান বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বসে শীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।” |