কাশ্মীর হল পাকিস্তানের শিরা: শরিফ
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
কাশ্মীর পাকিস্তানের ‘জাতীয় বিষয়’ ও ‘গুরুত্বপূর্ণ শিরা’ বলে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বক্তৃতায় ভারতের সঙ্গে হাত মিলিয়ে দারিদ্র ও রোগ মোকাবিলার ডাক দিয়েছেন তিনি। নিয়ন্ত্রণরেখার কাছে পাক সেনার হাতে পাঁচ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পরে লেগেই রয়েছে দু’দেশের সংঘর্ষ। তবে শরিফের মতে, প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক না রেখে কোনও দেশই উন্নতি করতে পারে না। ভারত-সহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের কথা সরাসরি উল্লেখ না করে শরিফ বলেন, পাক সেনা দেশ রক্ষায় তৎপর।
|
জারদারির সঙ্কট
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
সেপ্টেম্বরেই শেষ হচ্ছে আসিফ আলি জারদারির প্রেসিডেন্ট পদের মেয়াদ। তার পরই শুরু হবে তাঁর বিরুদ্ধে জমে থাকা পুরনো ছ’টি মামলার বিচার। এগুলির অধিকাংশই জারদারির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। পাকিস্তানের এক প্রশাসনিক কর্তা জানাচ্ছেন, প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই দেশের সর্বোচ্চ দায়বদ্ধতা আদালতে জারদারির বিচার শুরু হবে। পাকিস্তানের জাতীয় দুর্নীতি-বিরোধী সংস্থা কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে তার বিচার হয় এই আদালতে। জারদারির বিরুদ্ধে এই মামলাগুলির বিচার চলছিল। তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সেগুলি স্থগিত রাখা হয়।
|
তরুণী ধৃত
সংবাদসংস্থা • লন্ডন |
রাস্তায় এক প্রৌঢ় শিখকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ১৯ বছরের ব্রিটিশ তরুণী। ট্রিনিটি স্ট্রিটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, প্রৌঢ়ের মুখে ঘুসি মেরে রাস্তায় ফেলে দেন ওই তরুণী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। ব্রিটেনের একটি শিখ সংগঠন এই ঘটনার জন্য জাতিবিদ্বেষকেই দায়ী করেছে। ব্রিটিশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে তারা আবেদন জানিয়েছে।
|
ফেসবুক স্রষ্টারই অ্যাকাউন্ট হ্যাক
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বড়সড় খুঁত আছে ফেসবুকে। বহু বার তিনি বোঝানোর চেষ্টা করেন ফেসবুকের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। কিন্তু কেউ শোনেনি। সেই খুঁত বা ‘বাগ’-এর দৌলতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের প্রোফাইলই হ্যাক করলেন প্যালেস্তাইনি কম্পিউটার বিশেষজ্ঞ। জুকারবার্গের ওয়ালে তিনি লিখলেন, যে কারও প্রোফাইলে ঢুকতে পারবেন হ্যাকার।
|
চিনে বন্যা
সংবাদসংস্থা • বেজিং |
উত্তর এবং দক্ষিণ চিনের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, গত এক দশকে এমন ভয়াবহ বন্যা চিনে হয়নি। সোমবার ভেসে গিয়েছে চিনের ফুসুন শহর। সেখানেই মারা গিয়েছেন অন্তত ৫৪ জন। আশপাশের আরও কয়েকটি শহরে জল এবং বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহণ ব্যবস্থাও।
পুরনো খবর: বন্যায় মৃত ৪৩
|