বিহারে ট্রেনের ধাক্কায় ৩৫ জনের মৃত্যু |
আজ সকালে রেল লাইন পারাপারের সময় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল বিহারের সমস্তিপুর ডিভিশনের ধামারা ঘাট স্টেশনে। রেল সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ কাত্যায়নী মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে লাইন পারাপারের সময় রাজ্যরানি এক্সপ্রেসের ধাক্কায় জখম হয়েছেন অসংখ্য মানুষ। বিহার পুলিশ সূত্রে খবর, ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে ধামারা ঘাট স্টেশন ঘেরাও করেন স্থানীয় মানুষ। স্টেশন মাস্টারকে আটকে রেখে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা। এমনকি রাজ্যরানি এক্সপ্রেসের একটি বাতানুকুল কামরায় আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। স্টেশন মাস্টারের সঙ্গে সমস্তিপুর ডিভিশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ এবং আরপিএফ-এর বিশাল বাহিনী। আহতদের উদ্ধারের জন্য দু’টি রিলিফ ট্রেনও পাঠানো হয় ধামারা ঘাট স্টেশনে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে যান পূর্ব-মধ্য রেলের কর্তারা। এই দুর্ঘটনায় মৃতের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার।
|