তারকেশ্বরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল পুণ্যার্থীদের বাস। মৃত্যু হল এক ব্যক্তির। জখম হলেন অন্তত ৪৫ জন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বায়েস প্রসাদ (৫৫)। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের খুলানপুর নাসাই গ্রামে বাড়ি। শনিবার দুপুরে দেওঘর থেকে আসার পথে বীরভূমের মহম্মদবাজার থানার চড়িচার জঙ্গলে বাসটি বেসামাল হয়ে উল্টে যায়। আহতদের মধ্যে ২৫ জন মহিলা ও ২০ জন পুরুষ। তাঁদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুণ্যার্থীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা দেশের বিভিন্ন শৈবতীর্থগুলিতে ঘুরতে বেরিয়েছিলেন।
|
এক সপ্তাহ ফোন না পেয়ে প্রেমিকের খোঁজ করতে চেন্নাই থেকে পুরুলিয়ায় একাই চলে এসেছিল কিশোরীটি। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকের দেখা সে পেল না। শনিবার পুরুলিয়ায় আসা বাবা ও দাদার সঙ্গে সে চেন্নাই এক্সপ্রেসে রওনা দিল। বলে গেল, “জীবনের এই অধ্যায়টুকু তাড়াতাড়ি ভুলে যেতে চাই।” মেয়েটির বাবা বলেন, “চেন্নাই সেন্ট্রাল থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেছিলাম। মেয়েকে ফিরে পেয়ে দুশ্চিন্তা কেটেছে। তবে ওই যুবককে আর মেনে নেব না।”
পুরনো খবর: ফোন ধরছে না প্রেমিক, চেন্নাই থেকে পুরুলিয়া এল প্রেমিকা
|
চলন্ত ট্রেনের চাকায় আগুনের ফুলকি দেখা দেওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার দুপুরে বাঁকুড়ার রামসাগর স্টেশনের কাছে চেন্নাই এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। |