মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাইছেন পরিবারের লোকেরা। কী করবেন ভেবে পাচ্ছেন না। তা হলে অন্তর্বাসের ভিতরে চামচ লুকিয়ে রাখুন। যাতে বিমানবন্দরে মেটাল ডিটেক্টরে ধরা পড়ে। আর এ ভাবেই হয়তো বিয়ের হাত থেকে বাঁচা যাবে। সম্প্রতি এমনই পরামর্শ দিচ্ছে ব্রিটেনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
জুলাই থেকে ব্রিটেনের অধিকাংশ স্কুলে ছ’সপ্তাহের গরমের ছুটি পড়ে। এ সময়ে সাধারণত ইংল্যান্ডে বসবাসকারী দক্ষিণ-পূর্ব এশীয় বংশোদ্ভূত পরিবার নিজেদের দেশে ছুটি কাটাতে যায়। আর এটাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যামেরন সরকারের।
কারণ প্রতি বছর নিজেদের দেশে যাওয়ার নাম করে অভিভাবকেরা সেখানে মেয়েদের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন এমন ঘটনা আকছার দেখা যায়। এর মধ্যে আবার বেশির ভাগেরই বয়স ষোলোর নীচে। শুধু গত বছরেই প্রায় দেড় হাজার মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে লন্ডনে। এ ভাবে জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় শীর্ষে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের নাম।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা অনিতা প্রেম জানালেন, আসল সংখ্যাটা এর থেকে অনেক বেশি। কিন্তু অধিকাংশই পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চায় না বা ভয় পায়। সেই কারণেই এমন অভিনব পরামর্শ বলে জানান অনিতা। তাঁর মতে, মুখে কাউকে বলতে ভয় পেলেও যদি এ ভাবে অন্তর্বাসের ভিতরে চামচ বা অন্য কোনও ছোট ধাতব কিছু রেখে দেওয়া যায়, তা হলে অন্তত বিমানবন্দরেই ধরা পড়ে যাবে মেয়েটি। সে ক্ষেত্রে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। |