দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভারতকে সদর্থক বার্তা দিতে চায় পাকিস্তান। এ জন্য তারা ৩৬৭ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেবে আগামী ২৪ অগস্ট। দু’সপ্তাহ ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাক সেনার মধ্যে যে গুলি বিনিময় চলছে তা নিয়ে দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বই চিন্তিত। সেই উত্তেজনা কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাক বিদেশ দফতরের এক অফিসার। যদিও পাক সরকারের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। পাকিস্তানে বর্তমানে মোট ৪৯১ জন ভারতীয় বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৭ জন মৎস্যজীবী ও ৫৪ জন সাধারণ নাগরিক।
|
স্নোডেনের দাবি
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
গোয়েন্দা সংস্থা এনএসএ তদন্তের খাতিরে অনেক ক্ষেত্রেই অবৈধ ভাবে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছে। গত দু’বছরে হাজার বার ক্ষমতার গণ্ডি পার করে ভঙ্গ করেছে ব্যক্তিগত স্বাধীনতা। স্নোডেনের নথি থেকে উঠে এল এমন চাঞ্চল্যকর তথ্যও। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের ওয়ালে প্রকাশিত হল এই খবর।
পুরনো খবর: স্নোডেনের ঠাঁই বিমানবন্দরেই
|
বিস্ফোরণে হত
সংবাদসংস্থা • হেরাত |
একাধিক তালিবানি হামলায় আফগানিস্তানে নিহত কমপক্ষে ১৯। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে হেরাতের রাস্তায় বিস্ফোরণে মৃত্যু হয় ন’জনের। নিহত প্রত্যেকেই রাস্তা সারাই কর্মী। হেলমন্দে রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ জনের। অন্য দিকে, মার্জা জেলায় একটি ভ্যান রাস্তায় রাখা বোমায় ধাক্কা মারে। তাতে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। |