চলতি আর্থিক বছরের চার মাস পেরিয়ে গিয়েছে। অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলে (বিআরজিএফে) এখনও কেন্দ্রের কাছ থেকে প্রথম কিস্তির টাকা চাইতে পারেনি রাজ্য। ফলে চলতি আর্থিক বছরে এই প্রকল্পে রাজ্য আদৌ বরাদ্দ পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ‘ভিলেন’ হল চারটি জেলামালদহ, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের যে ১১টি ‘পিছিয়ে পড়া’ জেলা (পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মালদহ, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর) অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলের অর্থ পায়, তার মধ্যে এই চারটি জেলা তাদের পরিকল্পনা রিপোর্ট পাঠাতে পারেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে এক নির্দেশিকায় ১১টি জেলাকেই জানানো হয়েছিল, দ্রুত গতিতে পরিকল্পনা রিপোর্ট পাঠিয়ে প্রথম কিস্তির টাকা দাবি করতে হবে। ২০১৩ সালের ২১ জুনের মধ্যে ৭টি জেলাকে তা পাঠাতে বলা হয়েছিল। সেই মতো ৭টি জেলা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের নির্দেশ মতো প্রস্তাব পাঠিয়ে প্রথম কিস্তির টাকা দাবি করেছে। বাকি মালদহ, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরকে অগস্ট মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। তারা এখনও তা পাঠাতে পারেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে টাকা চাইতে হলে প্রথমে পরিকল্পনা রিপোর্ট তৈরি করতে হয়। যে পরিকল্পনা রিপোর্ট অনুমোদন করাতে হয় জেলা পরিকল্পনা কমিটিকে দিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলায় সেটাই হয়নি। অন্য তিনটি জেলায় অবশ্য রিপোর্ট দিতে না পারার কারণ জানা যায়নি। |