স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে স্কুলে তালা দিলেন অভিভাবকেরা। ঘটনাটি কাশীপুর ব্লকের বাঁশরায়া প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার সকালে স্কুলে তালা দেন অভিভাবকেরা। দুপুরের দিকে স্কুলের তালা খুললেও পঠনপাঠন হয়নি। স্থানীয় সূত্রের খবর, স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলেছিলেন টিচার-ইন-চার্জ রিনা মণ্ডল। গ্রামবাসীদের অভিযোগ, জাতীয় পতাকা উল্টোভাবে টাঙানো হয়েছিল। খবর পেয়ে পতাকা খুলে নেওয়ার জন্য স্থানীয় এক বাসিন্দাকে ফোনে বলেছিলেন রিনাদেবী। কিন্তু, তিনি পতাকাটি পুরোপুরি না খুলে অর্ধেক নামিয়ে রেখেছিলেন। গ্রামবাসী অবিনচন্দ্র সরেন, চন্দন চক্রবর্তী, উত্তম মাজি, বাবুরাম সরেনরা বলেন, “শুক্রবার সকালেও স্কুল চত্বরে গিয়ে দেখা যায় অর্ধনমিত অবস্থায় রয়েছে জাতীয় পতাকা।” রিনাদেবী নিজের ত্রুটি স্বীকার করে বলেন, “অনিচ্ছাকৃত ভাবে ওই ভুল হয়েছে। ওই গ্রামবাসী পতাকা খুলে নিলে এই সমস্যা তৈরি হত না।” এ দিন দুপুরের দিকে একটি শিক্ষক সংগঠনের সদস্যেরা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরে তালা খুলে নেওয়া হয়। আদ্রা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর চক্রবর্তী বলেন, “ঘটনার কথা শুনেছি। ওই শিক্ষিকা জানিয়েছেন অনিচ্ছকৃত ত্রুটি হয়েছে। মঙ্গলবার গ্রামে গিয়ে অভিভাবকদের সঙ্গে ওই বিষয়ে আলোচনা করা হবে।”
|
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ফের পথ চলতি মহিলার গলা থেকে হার ছিনতাই হল পুরুলিয়া শহরে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সাহেববাঁধ রোডে এই ঘটনাটি ঘটে। নর্থলেক রোডের বাসিন্দা মধুসূদন সরকারের অভিযোগ, স্ত্রীকে নিয়ে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। তাঁর কথায়, “হঠাৎ পিঠন থেকে মোটরবাইকে আসা দুই যুবক হ্যাঁচকা টান মেরে আমার স্ত্রী-র গলা থেকে হারটি টেনে ছিঁড়ে নিয়ে পালায়।” পুরুলিয়া শহরে এ ভাবে মহিলাদের কাছ থেকে একাধিক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনাগুলি কোনও ছিনতাই চক্রের কাজ। চক্রটিকে ধরার চেষ্টা চলছে।
|
বৃহস্পতিবার রঘুনাথপুরে মহকুমাশাসকের অফিসের পাশের মাঠে মহকুমাশাসক একাদশ, এসডিপিও একাদশ, রঘুনাথপুর মহকুমা মিডিয়া একাদশ-সহ ছ’টি দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। ফাইনাল ম্যাচে পাড়া ব্লক একাদশকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় মহকুমাশাসক একাদশ। |