পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আসন সংরক্ষণের জেরে প্রধান পদ হাত ছাড়া হল সিপিএমের।
মানবাজার পঞ্চায়েতের ঘটনা। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের মধ্যে শুধু মানবাজার পঞ্চায়েতেই সংখ্যা গরিষ্ঠ সদস্য পেয়েছে সিপিএম। এই পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে তৃণমূল ৭টি ও সিপিএম ৮টি আসন পায়। প্রধান পদটি জনজাতি মহিলাদের জন্য সংরক্ষিত। কিন্তু সিপিএমের জয়ী সদস্যদের মধ্যে কোনও জনজাতি মহিলা নেই। ওই শ্রেণির জয়ী সদস্য রয়েছে বিরোধী তৃণমূলের। অগত্যা তৃণমূলের ওই সদস্যকেই প্রধান হিসেবে মেনে নিলেন সিপিএমের জয়ী সদস্যেরা। উপপ্রধান অবশ্য সিপিএমই পেয়েছে। শুক্রবার প্রধান হিসেবে শপথ নেন তৃণমূলের বাসন্তী মুর্মু। উপপ্রধান নির্বাচন হয় দু’দলের ভোটে। ৮-৭ ভোটে জিতে উপপ্রধান হন সিপিএমের নিতাই দত্ত। সিপিএমের জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী বলেন, “প্রধান পদটি সংরক্ষিত হওয়ায় ওই সিদ্ধান্ত মানতে হয়েছে। এলাকা উন্নয়নের জন্য প্রধান ও উপপ্রধান সবার কাছে সহযোগিতা চাইবেন।” তৃণমূলের ব্লক যুব সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর দাবি, “প্রধান পদটি তৃণমূলের হওয়ায় আমরাই কাজ পরিচালনা করব।” এই ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৯টি দখল করেছে তৃণমূল। শুধু এই পঞ্চায়েতেই সিপিএম সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। গণ্ডগোলের আগাম আঁচ পেয়ে সকাল থেকেই পঞ্চায়েত ভবনের কাছে ছিল বিশাল পুলিশবাহিনী। তবে শেষ পর্যন্ত শান্তিতেই সব মিটেছে। |