টুকরো খবর
বসিরহাটে সান্ধ্য ফুটবল
ট্রফি হাতে চ্যাম্পিয়ন দুই দল। —নিজস্ব চিত্র।
স্বাধীনতা দিবস উপলক্ষে বসিরহাট কলেজের ছাত্র সংসদের তরফে আয়োজিত সান্ধ্য ফুটবলে দু’টি গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছে কলেজপাড়া একাদশ ও প্রাক্তন ফুটবলার একাদশ। গত ১৪ অগস্ট স্থানীয় প্রান্তিক মাঠে ওই প্রতিযোগিতা হয়। একটি গ্রুপে ছিল বসিরহাট এসডিপিও, কলেজ, এসডিএমও ও প্রাক্তন ফুটবলার একাদশ। অন্য গ্রুপে ছিল স্থানীয় চারটি দল। উদ্যোক্তাদের তরফে কলেজের ২৫ জন কৃতী ছাত্রছাত্রীর হাতে পুরস্কার হিসাবে বই তুলে দেওয়া হয়। এ ছাড়া ৫০ জন দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন এক হাজার টাকা করে দেওয়া হয়। ফুটবল খেলায় উৎসাহ দিতে ৩০ জন ছেলের হাতে খেলর সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি ও প্যান্ট দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ হয় আতসবাজির প্রদর্শনী দিয়ে।

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত
অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার নেরুলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে হেসমত মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, ছাত্রীর বাবা মা ওইদিন বিকেলে এক আত্মীয়ার বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে প্রতিবেশী হেসমত ওই বাড়িতে যায়। জল খাওয়ার নাম করে ঘরে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে অন্যরা ছুটে এলে হেসমত পালিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন বাবা-মা। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ হেসমতকে গ্রেফতার করে।

সম্মেলন
স্টিল ফার্নিচার শিল্পের সার্বিক উন্নতির লক্ষ্যে বসিরহাটের টাউনহলে দ্বাদশ বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল বেঙ্গল স্টিল ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা এসেছিলেন। সম্মেলনে এই শিল্পের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সংস্থার উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তাপসরঞ্জন দাস, বিষ্ণু রায় বলেন, “সরকারি সাহায্য পায় না এই শিল্প। বিভিন্ন ব্যাঙ্কের তরফেও তেমন সাহায্য মেলে না। অথচ এই শিল্পের সঙ্গে প্রায় ১০ লক্ষ মানুষের রুজি-রোজগার জড়িয়ে রয়েছে। কিন্তু এই শিল্পের দিকে নজর নেই সরকারের। পুরসভা থেকে ট্রেড লাইসেন্স পেতে সমস্যায় পড়তে হয়। এখন আবার পরিবেশ দফতর থেকে ছাড়পত্রের কথা বলা হচ্ছে।” সরকার যাতে এই শিল্পকে বাঁচাতে এগিয়ে আসেন সে জন্য সম্মেলন থেকে দাবি তোলা হয়।

বোমায় জখম বালিকা-সহ ৩
বোমা ফেটে জখম হলেন তৃণমূল নেতার পরিবারের এক বালিকা-সহ তিনজন। বৃহস্পতিবার সকালে বাসন্তীর উত্তর ভাঙনখালির ঘটনা। পুলিশ জানায়, জখম তিন জনের নাম পুতুল মোড়ল, মদিনা মোড়ল, তাজমিরা মোড়ল। পুলিশ সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতা আয়ুব আলি মোড়লের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। এর পের বোমাগুলি সরিয়ে রাখছিলেন ওই তিন জন। সেই সময়ে তাজমিরা নামের ওই বছর নয়েকের মেয়েটির হাত থেকে বোমা পড়ে গিয়ে পেটে যায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় তৃণমূলের লোকজন জখম তিন জনকে অন্যত্র নিয়ে গিয়েছেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।

দুর্ঘটনা, পুলিশের গাড়িতে আগুন
পুলিশের নজরদারি এড়াতে মোটর বাইক ঘোরাতে গিয়েছিলেন দুই আরোহী। ধাক্কা লাগে কার্তিক বাগ নামে এক সাইকেল আরোহীর সঙ্গে। পড়ে যান তিনি। একটি লরি চলে যায় তাঁর হাতের উপর দিয়ে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসুদেবপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এই ঘটনার জেরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় জনতা। আহত দুই পুলিশকর্মীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগে তিন জনকে ধরা হয়েছে। কার্তিকবাবু নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.