পুলিশের নজরদারি এড়াতে গিয়ে তাড়াহুড়ো করে মোটরবাইক ঘোরাতে গিয়েছিলেন দুই মোটরবাইক আরোহী। সেই সময়ে ধাক্কা লাগে এক সাইকোল আরোহীর সঙ্গে। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর পড়ে যান তিনি। সামনে থেকে আসা একটি লরি চলে যায় তাঁর হাতের উপর দিয়ে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসুদেবপুরে এক্সপ্রেসওয়ের উপর ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা কার্তিক বাগ নামে ওই সাইকেল আরোহীকে কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর জেরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আহত হন প্রভাস পাল ও সর্বেশ্বর মান্না নামে দুই পুলিশকর্মী। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
ব্যারাকপুর কমিশনারেটের ডিজি (ট্রাফিক) দেবাশিস বেজ জানান, ১৫ অগস্ট, বৃহস্পতিবার নিরাপত্তাজনিত কারণে এক্সপ্রেসওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থা ছিল। গাড়ি থামিয়ে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছিল। অনেকেই পুলিশ দেখে গাড়ি ঘুরিয়ে নিচ্ছিলেন। ওই দুই মোটরবাইকআরোহীও হেলমেট ছাড়া আসছিলেন। পুলিশকে দেখে তড়িঘড়ি মোটরবাইক ঘোরাতে যান। সেই সময়ে কার্তিকবাবু সাইকেলে চেপে কল্যাণীর দিকে যাচ্ছিলেন। মোটরবাইকের ধাক্কায় বাসুদেবপুরের একটি পরিত্যক্ত পেট্রল পাম্পের সামনে পড়ে যান তিনি। এই সময়ে একটি লরি তাঁর হাতের উপর দিয়ে চলে যায়। ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা। তাঁরা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়। পুলিশকর্মীদেরও মারধর করা হয়। দেবাশিসবাবু বলেন, লরি ও মোটরবাইকটিকে ধরা যায়নি। |