বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবককে তলোয়ারের কোপ মারার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সাবির আলি নামে ওই যুবককে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বসিরহাট চৌমাথায়। অভিযুক্ত শেখ মালিকের পাল্টা দাবি, সামান্য টাকা নিয়ে বচসার সময় সাবিরই তাঁর উপরে চড়াও হয়। তিনি জানালা ভিতর থেকে কথা বলছিলেন। বচসার মধ্যে সাবির উত্তেজিত হয়ে তাঁকে ঘুঁসি মারলে গেলে জানালার কাচ ভেঙে এই বিপত্তি ঘটে। তলোয়ারের কোপ মারার ঘটনা মিথ্যা। দু’পক্ষই পুলিশের অভিযোগ করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। |
পুলিশ সূত্রের খবর, বাগআটি গ্রামের বাসিন্দা সাবির আলি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তাঁর বন্ধু বিশ্বজিৎ দাস কলের মিস্ত্রি। পেশায় দোরজি শেখ মালিকের বাড়িতে কাজের সুবাদে তাঁর কাছ থেকে সাবির ৯০০ টাকা ও বিশ্বজিৎ ১২০ টাকা পেতেন বলে ওই দু’জনের দাবি। বৃহস্পতিবার সকালে তাঁরা টাকা চাইতে গেলে মালিকের সঙ্গে তাঁদের ঝগড়া বাধে। মালিক ঘরে ঢুকে দরজা বন্ধ করে জানালা দিয়ে কথা বলতে থাকে। মালিকের দাবি, তিনি সমস্ত টাকা দিয়ে দেওয়া সত্ত্বেও আরও টাকা চায় ওরা। সাবিরের বক্তব্য, “কিছুতেই ও টাকা দিচ্ছিল না দেখে আমি আমার পাওনা ছেড়ে দিই। বিশ্বজিৎও তাই করে। কিন্তু ওর এক লেবারের পাওনা বাবদ ১২০ টাকা চায়। কিন্তু সেটাও না দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে জানালা দিয়ে ঝগড়া করতে থাকে। ঝগড়ার মধ্যে আচমকা একটা তলোয়ার বের করে এনে আমার দু’হাতে কোপ মারে।” |