টুকরো খবর
পূর্ব মেদিনীপুরে নব নির্বাচিত সদস্য-সদস্যাদের নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। জেলার ২২৩টি পঞ্চায়েতেই প্রধান ও উপপ্রধান নির্বাচনের পরে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াও সম্পূর্ণ করা হবে এ দিনই। আগামী ২৪ অগস্ট থেকে নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। ২ সেপ্টেম্বর জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে। ১১ সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন। পূর্ব মেদিনীপুর জেলায় গত ১৫ জুলাই ভোট হয়। ২৯ জুলাই ফলপ্রকাশের পরে প্রাথমিক ভাবে দেখা যায় ২২৩টির মধ্যে ১৫৪টি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। ৩৬টি পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ বামফ্রন্ট। একটি কংগ্রেসের। দু’টিতে নির্দল সদস্যরা সংখ্যাগরিষ্ঠ। এ ছাড়া ২৩টি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ও ৭টি পঞ্চায়েত সমান-সমান অবস্থায় ঝুলে রয়েছে। রাজনৈতিক মহলে কৌতুহলটা মূলত এই সব ত্রিশঙ্কু ও টাই হয়ে থাকা পঞ্চায়েতগুলিকে নিয়ে। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে রাজনৈতিক তৎপরতা চলছে তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস এমনকী নির্দল শিবিরেও।

মিছিল থেকে বাড়িতে হামলা
বিজয় মিছিল থেকে কংগ্রেসের এক পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভগবানপুর ১ ব্লকের পূর্ব বিভীষণপুরে। তৃণমূলের স্থানীয় তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী মনিকা রায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ বারের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির একটি আসনে প্রার্থী ছিলেন মনিকাদেবী। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ক্রমাগত হুমকি ও হামলা চলছিল। এ দিন সন্ধ্যায় বিজয় মিছিল চলার সময় ফের ওই মিছিল থেকে কুৎসিত গালাগাল করা হয়। তারপর শুরু হয় বোমা-পটকা ছোঁড়া। প্রতিবাদ করায় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ভগবানপুরের তৃণমূল নেতা স্বপন রায়ের পাল্টা দাবি, বিজয় মিছিল চলার সময় কংগ্রেস সমর্থকরা প্ররোচিত করলে আমাদের সমর্থকরা তার প্রতিবাদ করেন। তবে হামলার অভিযোগ মিথ্যে।

সচেতনতা সভা
ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি চন্দ্রশেখর হাইস্কুলে শুক্রবার ‘মেয়েদের আইনি সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ সম্পর্কে এক আলোচনা সভায় হয়। ওই সভায় স্কুলের নবম ও একাদশ শ্রেণির দশজন ছাত্রী মেয়েদের আইন কানুন সম্পর্কে স্কুলের বাকি ছ’শো ছাত্রীকে সচেতন করে। প্রধান শিক্ষক সুধাংশুশেখর মাহাতো বলেন, গত ১১ অগস্ট মেদিনীপুরে রাজ্য আইনি পরিষদ আয়োজিত এক শিবিরে যোগ দেওয়া স্কুলের দশ জন ছাত্রী এ দিন স্কুলের বাকি ছাত্রীদের সচেতন করে। সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট আইনজীবী মুরারিকৃষ্ণ মাহাতো। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক নাটক ‘তিনটি মেয়ের গল্প’ মঞ্চস্থ করা হয়।

সারদা এজেন্ট আত্মঘাতী
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি গ্রামে। মৃত মোহন মান্না (৪৮) ব্যবসার পাশাপাশি অর্থলগ্নি সংস্থা সারদার এজেন্ট হিসাবে কাজ করতেন। মোহনবাবুর ভাই সোহন মান্না বলেন, “গ্রাহকদের টাকা ফেরতের চাপে ভয়ে দাদা বাড়ি থেকে বেরোতে চাইতেন না। বুধবার রাতে শৌচাগারে যাচ্ছি বলে বিছানা থেকে ওঠেন দাদা। অনেকক্ষণ পরেও না ফেরায় বৌদি খুঁজতে গিয়ে দেখেন বারান্দার কাছে দেহটি ঝুলছে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মোহনবাবু আত্মহত্যা করেছেন।

দুর্ঘটনায় মৃত দুই
দু’টি দুর্ঘটনায় কাঁথি থানা এলাকায় মৃত্যু হল দুই ব্যক্তির। প্রথমটিতে বৃহস্পতিবার সকালে কাঁথি থানার পিছাবনিতে দিঘা-কলকাতা সড়কে দিঘাগামী এক গাড়ির সঙ্গে কাঁথিগামী মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় মোটরবাইক আরোহী শক্তিপদ মণ্ডলের (৫৮) ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর বাড়ি রামনগর থানার গোবরায়। অন্য ঘটনায় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে কাঁথি শহরের কাছে শৌলা গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম কেশব গুপ্ত (২৫)। বাড়ি কাঁথি শহরে।

সুকান্ত জয়ন্তী পালন
স্টুডেন্টস হেলথ হোম, ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শুক্রবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন করা হল। কবিতা ও গানে সুকান্তকে স্মরণ করা হয়। স্বাস্থ্য-সংক্রান্ত আলোচনায় যোগ দেন ঝাড়গ্রামের পাঁচ বিশিষ্ট চিকিৎসক। উপস্থিত ছিলেন হেল্থ হোম, ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের সভাপতি অধ্যাপক জলদবরণ পতি এবং সহ-সম্পাদক সৌতম মাহাতো, সুমিত মণ্ডল, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার।

বন্দুক উদ্ধার
ঝাড়গ্রামের বিরিহাঁড়ির জঙ্গলে শুক্রবার সকালে তল্লাশি চালিয়ে দু’টি এক নলা বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধারের দাবি করল সিআরপিএফ। সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের কম্যান্ডান্ট পরেশ নাথ বলেন, ‘‘বিশেষ ‘সোর্স’ মারফত খবর পেয়ে এ দিন বিরিহাঁড়ির জঙ্গলে তল্লাশি চালিয়ে মাটির নীচে পোঁতা থাকা অবস্থায় গুলি সমেত বন্দুক দু’টি পাওয়া যায়।” মাওবাদীরাই ওই বন্দুক-গুলি পুঁতে রেখেছিল বলে সিআরপি’র অনুমান।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মীর। মৃতের নাম সঞ্জিৎ কারক (৩৪)। বাড়ি দাসপুর থানার অভিরামপুরে। শুক্রবার দুপুরে দাসপুর থানার সুলতাননগর সাবস্টেশনে সঞ্জিৎবাবু বিদ্যুতের লাইন মেরামতির কাজ করছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই লাইনে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছ’টি দোকানে চুরি
একইসঙ্গে পরপর ছ’টি দোকানে চুরির ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে একটি মার্কেট কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। রাতে বাজারের ছ’টি দোকানের সাটারের তালা কেটে দুষ্কৃতীরা নগদ অর্থ সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। বৃহস্পতিবার ব্যবসায়ীরা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন।

মিলল ক্ষতিপূরণ
আইওসি-র ডিজেল পাইপলাইন ফেটে মৃত তিন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হল। শুক্রবার সন্ধ্যায় হলদিয়া রিফাইনারির সভাগৃহে এক অনুষ্ঠানে ওই টাকা দেওয়া হয়। এ দিন আইওসি কর্তৃপক্ষের দেওয়া ওই টাকা শ্রমিক পরিবারের হাতে তুলে দেন সাংসদ শুভেন্দু অধিকারী।

জয়ী বাসুদেবপুর
দিনরাতের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এগরার বাসুদেবপুর স্কুল মাঠে। অর্কিড ক্লাবের পরিচালনায় ১৪ তম বর্ষের ওই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দেয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আয়োজক বাসুদেবপুর অর্কিড ক্লাব ও শিউলিবাড় প্রগতি সঙ্ঘ। ১-০ গোলে জয়ী হয় বাসুদেবপুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক সমরেশ দাস।

মাইন উদ্ধার, জয়ী ঝাড়খণ্ডী প্রার্থী ধৃত
বাড়ি থেকে ‘ডিরেকশনাল মাইন’ উদ্ধার করে শুক্রবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) এক জয়ী পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুকুমার মুর্মুর বাড়ি ঝাড়গ্রামের নেদাবহড়া পঞ্চায়েতের পিয়ালগেড়িয়া গ্রামে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এসএমএস পাঠিয়ে বিষয়টি জানান। তবে, পঞ্চায়েতে বোর্ড গঠনের আগের দিন পরিকল্পিত ভাবে সুকুমারবাবুকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তাঁর দল জেএমএম। তৃণমূল অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

বিজেপির বিক্ষোভ
একটি পণ্য খালাসকারী সংস্থার একচেটিয়া কারবারে হলদিয়া বন্দরের লোকসান হওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপির স্বেচ্ছাসেবী সেল। শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক ভবন ‘জওহর টাওয়ারে’ ওই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্য বিজেপির স্বেচ্ছাসেবী সেলের আহ্বায়ক রাজশ্রী চৌধুরী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.