‘নতুন সাইনা’র সঙ্গে লড়াইয়ে তিনি যে কতটা চাপে ছিলেন, সেটা আইবিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টিম-টুর্নামেন্টের একটা ম্যাচ জিতেই নিজের র্যাকেট দর্শক-ঠাসা গ্যালারির উদ্দেশ্যে সাইনা নেহওয়ালের ছুড়ে দেওয়াতেই স্পষ্ট। অথচ ৬৭তম স্বাধীনতা দিবসে হায়দরাবাদ হটশটস বনাম আওয়াধি ওয়ারিয়র্স ম্যাচে পি ভি সিন্ধুর মুখোমুখি হওয়ার আগে সাইনা বলেছিলেন, “এটা দুটো টিমের খেলার মধ্যে একটা ম্যাচ মাত্র।”
হাসিখুশি সাইনাকে কোর্টে ঢোকার সময় এত টেনশনাক্রান্তও তো আগে দেখেনি কেউ। ২১-১৯, ২১-৮ জেতার পর গোটা সিরি ফোর্ট স্টেডিয়ামে অভিবাদন নেওয়ার সময় যে ভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিলেন যেন অধরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতলেন! সাংবাদিক সম্মেলনের জন্য দেখা গেল একরাশ ক্ষোভ জমিয়ে রেখেছিলেন। |
ম্যাচের শেষে দুই মহা-প্রতিদ্বন্দ্বী। শুক্রবার। ছবি: পিটিআই |
“আপনারা মিডিয়া তো এই ম্যাচের আগেই আমাকে হারিয়ে দিয়েছিলেন,” বললেন সাইনা। সিন্ধুর নাম না নিয়ে এর পর যোগ করলেন, “আমি বলতে চাই, যে প্লেয়াররা উঠে আসছে তাদের অবশ্যই সাপোর্ট করুন। কিন্তু আমাদেরও ভুলে যাবেন না। আর মনে রাখবেন, আমরা বেশির ভাগই গোপী স্যরের অ্যাকাডেমির প্লেয়ার। একসঙ্গেই অনুশীলন করি।” তবে সাইনা স্বীকার করলেন, “এই ম্যাচ নিয়ে যে রকম হাইপ তৈরি হয়েছিল তাতে আমিও চাপে পড়ে গিয়েছিলাম।”
অন্য দিকে, দারুণ ভাল সময় চলা সিন্ধু স্ট্রেট গেমে সাইনার কাছে হারে মনমরা। বলছিলেন “সাইনার বিরুদ্ধে এই প্রথম খেললাম। ওর আক্রমণাত্মক খেলা আমাকে পুরো ডিফেন্সিভ করে দিয়েছিল। ফলে নিজের ছন্দটাই হারিয়ে ফেলি।”
|
যে প্লেয়াররা উঠে আসছে তাদের অবশ্যই সাপোর্ট করুন। কিন্তু আমাদেরও ভুলে যাবেন না। আর মনে রাখবেন, আমরা বেশির ভাগই গোপী স্যারের অ্যাকাডেমির প্লেয়ার। একসঙ্গেই অনুশীলন করি...
সাইনা নেহওয়াল |
|