কপিলের সেরা ওয়ান ডে দলে ব্রাত্য ’৮৩-র বিশ্বজয়ীরা
নিজের তিরাশির বিশ্বজয়ী দলের একজনও নয়। পাশাপাশি ধোনির ২০১১-র বিশ্বজয়ী দলের সাতজনকে রেখে কপিল দেব গড়লেন সর্বকালের সেরা ভারতীয় ওয়ান ডে দল। এমনকী নিজেকেও সেরা একাদশের বাইরে রাখলেন ভারতের প্রথম বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক। কপিলের নির্বাচিত সর্বকালের সেরা ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়কের নাম মহেন্দ্রে সিংহ ধোনি।
১৯৮৩

প্রথম বিশ্বজয়ী দল থেকে নির্বাচিত
“নিজের বাছা দলে নিজেকে কী করে রাখি বলুন?” সাফ কথা কপিলের। কিন্তু নিজের বিশ্বজয়ী দলের একজন সদস্যকেও কেন রাখলেন না? এই প্রশ্নে কপিল বলেন, “আমার কাছে এটাই ভারতের সেরা ওয়ান ডে টিম। অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। তবে এটা আমার একান্ত ব্যক্তিগত বাছাই।” সর্বকালের সেরা দলে ধোনি ছাড়াও তাঁর বিশ্বকাপজয়ী দলের আরও ছ’জন আছেন। সচিন, সহবাগ, কোহলি, যুবরাজ, হরভজন, জাহির। দলে রয়েছেন তিন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, অনিল কুম্বলে।
নয়ডায় এক প্রচার অনুষ্ঠানে গিয়ে তাঁর এই বাছাইয়ের কথা জানান কিংবদন্তি অলরাউন্ডার। তিরাশির ফাইনালে তাঁদের জয় নিয়ে কপিলের স্বীকারোক্তি, “আমরা সে দিন জিতেছিলাম ঠিকই, তবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে ভাল দল ছিল। সে দিন শুধু আমাদের মধ্যে ভাল কিছু করার আত্মবিশ্বাস ছিল।”
২০১১

দ্বিতীয় বিশ্বজয়ী দল থেকে নির্বাচিত
ধোনির দলের বিশ্বজয়কেই যে শুধু বেশি গুরুত্ব দিচ্ছেন কপিল, তা-ই নয়। এই দলের সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নিয়েও উচ্চ ধারণা পোষণ করেন। “ইংল্যান্ডের মাটিতে সহবাগ, গম্ভীর, জাহিরের মতো অভিজ্ঞ-নির্ভরযোগ্য ক্রিকেটারদের অভাব বুঝতেই দেয়নি ওরা। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখনও ভিভ রিচার্ডস, হেইনসদের মিস করছে। ধোনির এই দলের মতো এত ভাল ফিল্ডিং সাইড কখনও দেখিনি।”
ভারতের নতুন বিধ্বংসী ওপেনার শিখর ধবনকে সহবাগের সঙ্গে তুলনা করে কপিল বলেন, “প্রথম ম্যাচ থেকেই শিখর অসাধারণ। আমি তো ভাবতাম সহবাগের চেয়ে বড় হার্ড হিটার আর কেউ নেই। শিখর ওকেও ছাড়িয়ে গিয়েছে।”

কপিলের সেরা দল: ধোনি (অধিনায়ক), সচিন, সৌরভ, সহবাগ, আজহারউদ্দিন, যুবরাজ, কোহলি, কুম্বলে, হরভজন, শ্রীনাথ, জাহির। দ্বাদশ ব্যক্তি - রবীন্দ্র জাডেজা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.