|
|
|
|
মোদীর সঙ্গে দেখা করে বিতর্কে দুই কংগ্রেস নেতা |
স্বপন সরকার • পটনা |
বিহার কংগ্রেসের দুই নেতা সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য-রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন। আজ আমদাবাদে নরেন্দ্র মোদীর সঙ্গে বিহার কংগ্রেসের দুই নেতার সাক্ষাৎকার নিয়ে কংগ্রেস শিবির মুখ লুকানোর চেষ্টা করলেও বিজেপি নেতারা কিন্তু এতে বেশ উৎসাহিত। মোদী সকাশে যে দুই নেতা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে একজন লালু প্রসাদের শ্যালক, সাধু যাদব। আর অন্য জন হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দাশাই চৌধুরী।
আজ সকাল ১১টা নাগাদ ওই দুই নেতা আমদাবাদে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি কার্যালয়ে গিয়ে দেখা করেন। সেখানে দু’পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে খোলাখুলি মন্তব্য না করলেও দাশাই চৌধুরী বিষয়টিকে অরাজনৈতিক বলে ব্যাখ্যা করেছেন। আমদাবাদ থেকে তিনি বলেন, “এখানে একটি অনুষ্ঠানে আমরা যোগ দিতে এসেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। চা খেয়েছি। যা আলোচনা হয়েছে তার সঙ্গে রাজনীতির কোনও সর্ম্পক ছিল না।” গুজরাতের মুখ্যমন্ত্রী এ দিন সাধু যাদবের কাছে লালু প্রসাদের শরীরের ব্যাপারেও খোঁজখবর করেন বলে দাশাই জানান। এই দুই নেতা আমদাবাদে গিয়েছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। দাশাই চৌধুরী জানান, সাধু যাদবের ব্যবসায়ী-বন্ধু বিজয়নাথের একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমদাবাদ যাওয়ায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের দেখা করার ইচ্ছে হয়। সেই কারণেই নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ। এই নিয়ে বিহার কংগ্রেসের মুখপাত্র প্রেমচাঁদ মিশ্র বলেন, “দাশাই চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন।” কিন্তু দুই ভিন্ন শিবিরের নেতার মধ্যে এই সাক্ষাতের রাজনৈতিক তাৎপর্য কতটা সেই প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, “কী কারণে তাঁরা দেখা করেছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়। তাঁদের পক্ষ থেকে যতক্ষণ না স্পষ্ট করে কিছু বলা হচ্ছে ততক্ষণ এই নিয়ে রাজ্য কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না।” কংগ্রেস সূত্রে খবর, বিষয়টি কংগ্রেস হাইকমান্ডকে জানানো হবে। দুই নেতার শাস্তির দাবিও জানাবেন।
আজ থেকে বুদ্ধগয়াতে রাজ্য বিজেপি-র কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। ২৭ অক্টোবর ‘হুঙ্কার র্যালি’ নিয়ে সেখানে আলোচনা হয়। এই র্যালিতে নরেন্দ্র মোদীর আসার কথা। এ ছাড়াও ওই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বিজেপি নেতা সিপি ঠাকুর নরেন্দ্র মোদীর সঙ্গে দাশাই-সাধুর সাক্ষাৎকার প্রসঙ্গে বলেন, “এতো ভাল কথা। ক্রমেই নরেন্দ্র মোদীর প্রতি যে কংগ্রেস নেতাদেরও আস্থা বাড়ছে, এটা তারই প্রমাণ।” |
|
|
|
|
|