টুকরো খবর
অভিযুক্ত এখনও অধরা
দলীয় নেতা অশোক ঘোষ খুনে মূল অভিযুক্ত খয়রাশোল ব্লক তৃণমূল সভাপতি অশোক মুখোপাধ্যায়কে এখনও ধরতে পারেনি পুলিশ। নিহতের ছেলে বিশ্বজিৎ শুক্রবার বলেন, “বাবার শ্রাদ্ধ শেষে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সপরিবার দেখা করে সব জানাব।” এই খুনের ব্যাপারে এ দিন তৃণমূলের বীরভূম জেলা কমিটি রাজ্য নেতৃত্বকে রিপোর্ট পাঠিয়েছে বলে খবর। অশোক ঘোষ খুনে অন্যতম অভিযুক্ত, পাণ্ডবেশ্বরের বাসিন্দা ধৃত শেখ সেলিমকে এ দিন দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। প্রথম দিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করলেও এফআইআর-এ তাঁর নাম রাখেনি নিহতের পরিবার। শোনা গিয়েছিল, অনুব্রতর নাম বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ। বৃহস্পতিবার সিউড়িতে সাংবাদিকদের ডেকে স্বপনবাবু মেনে নেন, এফআইআর-এ অনুব্রতর নাম বাদ দেওয়া হয়েছে তাঁরই নির্দেশে। তাঁর যুক্তি, “কোনও নেতার অনুগামীদের মধ্যে কেউ যদি খুনের সঙ্গে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে এফআইআরে ওই নেতার নাম ঢুকিয়ে দেওয়াটা কাজের কথা নয়। এখন পুলিশ প্রশাসনের তদন্তে যদি জেলা সভাপতির নামও উঠে আসে তখন দল ও প্রশাসন যা করার করবে।” এ দিনই খয়রাশোলের কেন্দ্রগড়িয়ায় নিহত নেতার বাড়িতে যান কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি নিহতের পরিবারকে আশ্বাস দেন, কোনও সমস্যা হলে যেন তাঁকে বলা হয়। পরে বলেন, “দীর্ঘদিন কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন অশোক ঘোষ। আমাদের ও অশোকবাবুর মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল।”

পুরনো খবর:
বিশ্বভারতীতে নয়া ভবন
চালু হয়ে গেল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের অ্যানেক্স বিল্ডিং। বৃহস্পতিবার উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত ওই ভবনের উদ্বোধন করেন। এ বার থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পত্রপত্রিকা সংক্রান্ত পরিষেবা অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত ওই ভবন থেকেই মিলবে। ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন গ্রন্থাগারিক কল্পনা দাশগুপ্ত, বিশ্বভারতীর কর্মসচিব ডি গুণশেখরন, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক মনোরঞ্জন প্রধান-সহ ছাত্রছাত্রী, কর্মী ও অধ্যাপক-অধ্যাপিকারা। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক নিমাইচন্দ্র সাহা বলেন, “বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তর উদ্যোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রন্থাগারকে ঢেলে সাজা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জেনারেটর, যানবাহন রাখার জায়গা তৈরি করা-সহ একাধিক আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় রেখেও বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। এখন থেকে উচ্চ শিক্ষামূলক গবেষণাধর্মী জার্নালগুলির পাশাপাশি বিভিন্ন ভাষার পত্রপত্রিকা গ্রন্থাগারের সদস্যেরা অ্যানেক্স বিল্ডিং থেকেই ব্যবহার করতে পারবেন।” বিশ্বভারতী সূত্রের খবর, ২০১১ সালের নভেম্বর মাস থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের অ্যানেক্স বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল। কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার এবং নতুন ভবন তৈরিতে প্রায় চার কোটি ষাট লক্ষ টাকা খরচ হয়েছে।

দুর্ঘটনায় মৃত শিশু
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শুক্রবার সকালে পৌনে ৮টা নাগাদ সাঁইথিয়া-বহরমপুর রাস্তায় ছাগলহাটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম রোহিত শেখ (৪)। বাড়ি ঘটনাস্থলের কাছে অমুয়া গ্রামে। রোহিত দাদার সঙ্গে ওই রাস্তার ধারে খেলছিল। হঠাৎই রোহিত রাস্তার মাঝ খানে চলে এলে ডাম্পারটির মুখে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে পারেননি ডাম্পারের চালক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.