পুরনো দলেই ফিরে এলেন রায়নার শ্যামসুন্দর ও নাড়ুগ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে জয়ী বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা। এ দিন শ্যামসুন্দরে স্থানীয় তৃণমূল নেতা অসীম নায়েকের নেতৃত্বে তাঁরা তৃণমূলে যোগ দেন। একই সঙ্গে রায়না-১ পঞ্চায়েত সমিতির এক নির্বাচিত নির্দল সদস্যও এ দিন তৃণমূলে যোগ দেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ বারের পঞ্চায়েত নির্বাচনে শ্যামসুন্দর পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৯টি আসনে, সিপিএম ৪টি ও নির্দলেরা ৫টি আসনে। নাড়ুগ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৮টি আসন, সিপিএম ৬টি, কংগ্রেস ১টি ও নির্দলেরা ৩টি আসনে। নির্দলেরা যোগ দেওয়ার ফলে ওই দুটি পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এল। তৃণমূলের বর্ধমান জেলা পর্যবেক্ষক অলোক দাস বলেন, “আমরা চাই নির্দল ও কংগ্রেসের হয়ে যাঁরা জিতেছেন তাঁরা তৃণমূলে যোগ দিন।”
|
দু’দিন ধরে এলাকায় এক তরুণীকে ঘোরাফেরা করতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম ঘোষ মার্কেটের এক নর্দমার পাশে তাঁকে অসুস্থ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরনে ছিল ছেঁড়া কাপড়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। কালনা থানার ওসি অমিত মিত্র ওই তরুণীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের দাবি, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার রাতে তরুণীকে হাসপাতালে দেখতে যান রাজ্যের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। স্বপনবাবু হাসপাতালের সুপারকে বিশেষ ভাবে তরুণীর চিকিৎসার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। |