স্বাধীনতা দিবসের দিন স্কুল পড়ুয়া ও শিক্ষকেরা শোষণ মুক্ত সমাজ চাই বলে স্লোগান দিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থক স্কুলের প্রধান শিক্ষক কৃপাসিন্ধু দাস-সহ ১৫ জন শিক্ষককে আধ ঘণ্টা ধরে ঘেরাও করে রাখে। বৃহস্পতিবারের ঘটনা। তৃণমূলের কর্মীদের অভিযোগ ছিল, স্কুলের বসে শিক্ষকেরা পড়ুয়াদের দেশাত্ববোধ জাগানোর বদলে সিপিএমের দালালি করছে। এই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তৃণমূলের ওই কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি হয়। ঘটনার খবর পেয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তৃণমূলের খোন্দেকার আলি নওয়াজ স্কুলে যান। এর পর স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় তৃণমূল নেতা খোন্দেকার আলি হোসেন বলেন, “ভুল বোঝাবুঝি থেকে সামান্য কথা কাটাকাটি হয়। পরে তা মিটেও গিয়েছে।” |
শুক্রবার কাটোয়ার পানুহাটে রাজমহিষী দেবী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাঁরা জানায়, স্কুলের ৯৬ জন পড়ুয়া শুক্রবার স্কুলে এসেছিল। কিন্তু শিক্ষিকা ছিলেন মাত্র ১ জন। ফলে বিঘ্নিত হয়েছে পড়াশোনা। তাঁদের অভিযোগ, এ রকম ঘটনা প্রায়ই হচ্ছে। বার বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কাটোয়া পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক অন্তরা ঘোষ বিশ্বাস বলেন, “আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।” |