|
|
|
|
সমর্থন চেয়ে মমতাকে চিঠি মোদীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খাদ্য সুরক্ষা অর্ডিন্যান্স নিয়ে নিজের বক্তব্যে সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে ৭ অগস্ট চিঠি লিখে খাদ্য সুরক্ষা বিল অর্ডিন্যান্স সম্পর্কে একাধিক আপত্তির কথা জানিয়েছেন মোদী। এ নিয়ে সমর্থন চেয়ে সেই চিঠির প্রতিলিপি-সহ একটি চিঠি মমতাকে পাঠিয়েছেন মোদী। গুজরাত সরকার সূত্রে অবশ্য বলা হচ্ছে, সব মুখ্যমন্ত্রীকেই এমন চিঠি পাঠানো হয়েছে।
মোদীর পাঠানো চিঠি এখনও মমতার হাতে আসেনি বলেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি। তাদের আরও বক্তব্য, চিঠি এলেও তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না। কারণ মমতার মতে, খাদ্য সুরক্ষা নিয়ে দলের যা বলার, তা ইতিমধ্যেই বলা হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের মতে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি মোদীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না-করলেও গুজরাতের মুখ্যমন্ত্রী এখন নিজেকে সর্বভারতীয় নেতা হিসেবে তুলে ধরতে ব্যস্ত। সেই কারণেই সব মুখ্যমন্ত্রীকে খাদ্য সুরক্ষা নিয়ে চিঠি লিখেছেন তিনি। কিন্তু তাঁর চেষ্টায় ইন্ধন জোগানোর কোনই অভিপ্রায় তৃণমূলের নেই।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাদ্য সুরক্ষা নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন মোদী। তিনি লিখেছেন, খাদ্য সুরক্ষার আওতায় আসার জন্য কোন কোন শর্ত পূরণ করতে হবে, তা অর্ডিন্যান্সে বলা হয়নি। বিপিএল তালিকাভুক্ত মানুষের দু’বেলার খাবারও নিশ্চিত করতে পারছে না ওই অর্ডিন্যান্স। এ নিয়ে আলোচনার জন্য সব মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকার আর্জি জানান মোদী।
|
পুরনো খবর: খাদ্য সুরক্ষা নিয়ে সনিয়াই প্রথম মুখ খুলুন সংসদে, চাইছে কংগ্রেস |
|
|
|
|
|