নবজাতকের লিঙ্গ বিভ্রাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জন্মের পরে তার বেডটিকিটে লেখা হয়েছিল ‘মেয়ে’। বাড়ির লোককেও জানানো হয়েছিল, মেয়ে হয়েছে। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে তাঁদের চিকিৎসকেরা জানালেন, সদ্যোজাত আসলে ছেলে! এসএসকেএম হাসপাতালে নবজাতকের এই লিঙ্গ বিভ্রাট নিয়ে বুধবার দুপুরে হইচই শুরু হয়। সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন শিশুটির বাবা। পরে অবশ্য সুপার তমালকান্তি ঘোষ জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গ ‘অ্যাম্বিগুয়াস’ ধরনের। অর্থাৎ তা পুরোপুরি গঠিত হয়নি, তাই বিভ্রান্তি তৈরি হয়েছিল। হাসপাতালের নিওনেটোলজি বিভাগের চিকিৎসক শ্যামল সর্দার বলেন, “এক দিন আগে শিশুটির জন্মের পরে দায়িত্বে থাকা নার্স বেডটিকিটে ‘মেয়ে’ বলে লেখেন। তিনি হয়তো অতটা বুঝতে পারেননি। পরে চিকিৎসকেরা শিশুটিকে পরীক্ষা করে দেখেন তার যৌনাঙ্গে কিছু সমস্যা আছে। তাকে ঠিক মেয়ে বলা যায় না। তখন তার কেরিওটাইপিং বা জিন পরীক্ষা হয়। তাতে প্রমাণিত হয়, সে আসলে ছেলে। সেটাই অভিভাবকদের জানানো হয়েছে।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, একটু বড় হওয়ার পরে শিশুর শরীরে ‘রিকনস্ট্রাকটিভ সার্জারি’ করে তার পুরুষাঙ্গ পুরোপুরি গঠন করা হবে।
|
ন্যায্য মূল্যের ওষুধ দোকান
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মেদিনীপুর মেডিক্যালের পর এ বার ন্যায্য মূল্যের ওষুধ দোকান চালু হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। বুধবার দোকানটির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। ছিলেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। মন্ত্রী সুকুমারবাবু জানান, আগামী দিনে খড়্গপুর এবং ঘাটাল মহকুমা হাসপাতালেও ন্যায্য মূল্যের ওষুধ দোকান চালু হবে। এ ছাড়া কিছু দিনের মধ্যেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে সিটিস্ক্যান ও ডিজিট্যাল এক্স-রে চালু করা হবে।
|
মহিলাদের জন্য নয়া চিকিৎসা পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
এত দিন অস্ত্রোপচারের জন্য হাপিত্যেশ করে বসে থাকাটাই ছিল দস্তুর। জেলার হাসপাতালে মহিলাদের জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার (হিস্টেরেক্টমি অপারেশন) হচ্ছিল না বললেই চলে। বুধবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে বেশ কয়েকজন মহিলার হিস্টেরেক্টমি অপারেশন করা হল। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ত্রিদিব মুস্তাফি জানান, খানাকুল, বেগমপুর, শেওড়াফুলি, শ্রীরামপুর-সহ বিভিন্ন জায়গার ১৩ জন মহিলার অস্ত্রোপচার হয়েছে এ দিন। এ বার থেকে নিয়মিত এই অস্ত্রোপচার এখানে করা হবে। |