|
|
|
|
সিপিএম সদস্যকে দলে টেনে পঞ্চায়েত তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
সিপিএমের এক পঞ্চায়েত সদস্যকে দলে টেনে নিয়ে বরাবাজারের ভাগাবাঁধ পঞ্চায়েত দখল করল তৃণমূল। ভাগাবাঁধের পাঁজনবেড়া গ্রামের সদ্য জয়ী ওই পঞ্চায়েত সদস্যের সঙ্গে বুধবার সিপিএমের স্থানীয় লোকাল কমিটির এক সদস্যও কর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। আগামী কাল শুক্রবার, এই পঞ্চায়েতে প্রধান নির্বাচন হওয়ার কথা।
ভাগাবাঁধ পঞ্চায়েতে আসন সংখ্যা ১৬। সদ্য নির্বাচনে তৃণমূল ৮টি, সিপিএম ৬টি ও কংগ্রেস ২টি আসন পায়। এরফলে ওই পঞ্চায়েত দখল করার কাজ তৃণমূলের পক্ষে সহজ ছিল না। তৃণমূলের বরাবাজার ব্লক সভাপতি সুদর্শন মাহাতো বলেন, “সিপিএম থেকে জয়ী পাঁজনবেড়া গ্রামের কাজলি মাঝি এ দিন লিখিত ভাবে আমাদের দলে যোগ দিয়েছেন। ওই পঞ্চায়েতে প্রধান পদটি জনজাতি মহিলাদের জন্য সংরক্ষিত।” স্থানীয় তৃণমূল নেতা শেখ নসীম বলেন, “আমাদের দলে জয়ী সদস্যদের মধ্যে জনজাতি মহিলা কেউ ছিলেন না। কাজলিদেবী আমাদের দলে যোগ দেওয়ায় সেই অভাব পূর্ণ হল।” কাজলিদেবী বলেন, “সিপিএমের সঙ্গে যুক্ত থেকে যথাযোগ্য মর্যাদা পাইনি। তৃণমূলে যোগ দিয়ে উন্নয়নের কাজে সামিল হব।” সিপিএমের ভাগাবাঁধ লোকাল কমিটির সম্পাদক ভোলানাথ মাহাতো দাবি করেন, “আমাদের দলের জয়ী কোনও পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা নেই।” দলের জোনাল কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির সদ্য প্রাক্তন সভাপতি প্রণব নিয়োগীও একই কথা বলেন। তবে কংগ্রেসের ব্লক সভাপতি ভগীরথ মাহাতো বলেন, “কাজলির তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানি। তৃণমূল ওই পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। |
|
|
|
|
|