এক তৃণমূল সমর্থককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কোয়াবাটি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, জখম ওই তৃণমূল সমর্থকের নাম দিলীপ সর্দার। তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় জামতলা বাজার থেকে বাইকে ফিরছিলেন দিলীপবাবু। তাঁর বাড়ির কিছুটা আগেই অন্য একটি বাইকে চড়ে আসা কিছু দুষ্কৃতী তাঁকে গুলি করে পালায়। বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
আরএসপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের কলতলা মোড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ আসে। তবে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়।
|
উত্তর ২৪ পরগনার আমানতকারীদের ন’টি অভিযোগের পরিপ্রেক্ষিতে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে বুধবার বারাসত আদালতে তোলা হয়। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। কিন্তু তা নামঞ্জুর হয়। ২৭ অগস্ট ফের ওই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারক। আমানতকারীদের অভিযোগের প্রেক্ষিতে সারদার কর্ণধারকে বিভিন্ন জেলা আদালতে হাজিরা দিতে হচ্ছে। |