টুকরো খবর
বোর্ড গড়তে জোটবদ্ধ বামফ্রন্ট ও তৃণমূল
এ যেন উলটপূরাণ। পঞ্চায়েতে বোর্ড গড়তে শাসক-বিরোধী জোট বেধেছে। কংগ্রেসকে ক্ষমতাছাড়া করতে বেলডাঙা-১ ব্লকের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট ও তৃণমূল একযোগে চলতি মাসের ১৯ তারিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে। ২২ আসনের ওই পঞ্চায়েতে ১০টি আসন পেয়েছে বামফ্রন্ট। শাসকদল তৃণমূল পেয়েছে ৫টি আসন। কংগ্রেস জিতেছে ৭টিতে। বাম-তৃণমূলের স্থানীয় নেতাদের দাবি, গত বার কংগ্রেস ক্ষমতায় ছিল। পুরোনো বোর্ডের সীমাহীন দুর্নীতিতে নাজেহাল স্থানীয় মানুষের চাপেই আমরা জোটবদ্ধ হয়েছি। সিপিএমের বেলডাঙা-২ ব্লকের লোকাল কমিটির সম্পাদক আবুল কাশেম বলেন, “নীতিগতভাবে আমরা তৃণমূলের সমর্থন নিতে পারি না। তবে ত্রিশঙ্কু পঞ্চায়েতে আমরা বৃহত্তম দল। তাই বোর্ড গঠনে তৃণমূল বা কংগ্রেস আমাদের সমর্থন করতেই পারে।” তৃণমূলের বেলডাঙা-১ ব্লকের সভাপতি সানাউল্লা শেখ বলেন, “দুর্নীতিগ্রস্থ কংগ্রেসকে হঠাতে স্থানীয় কর্মীরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।” শাসক বিরোধী মিলে বোর্ড গঠন প্রসঙ্গে কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধান আসারুল ইসলাম বলেন, “মানুষ এই সুবিধাবাদী জোটকে ভালভাবে নেবে না।”

হস্টেলে উদ্ধার ছাত্রের দেহ
দ্বিতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ মিলল ডোমকলের একটি বেসরকারি কলেজে। নাম মলয় শিকদার। বাড়ি মালদহের বামনগোলার বাটচালি গ্রামে। পুলিশ জানায়, হস্টেলের আজাদ হলের ৮০১ নম্বর ঘরে দুই সহপাঠীর সঙ্গে থাকতেন ওই ছাত্র। বুধবার দুপুরে ঘরে কেউ ছিলেন না। উল্টোদিকের ঘরের আবাসিক পার্থসারথী দত্ত মৃত ছাত্রের ঘরের কাচের জানালা দিয়ে দেখতে পান, মলয়ের ঝুলন্ত দেহ। এরপরই পড়ুয়ারা দরজা ভেঙে ঘরে ঢোকেন। খবর যায় পুলিশে। কলেজের অধ্যক্ষ চক্রধর দত্ত বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শান্ত স্বভাবের ওই ছাত্র পড়াশুনোতে বেশ ভাল। কেন এমন কাজ করল বুঝতে পারছি না।” তবে ওই ছাত্রের সহপাঠীদের অনুমান, প্রেমঘটিত কোনও কারনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মলয়।

প্রতিবন্ধীদের পাশে প্রশাসন
সর্বশিক্ষা মিশনের তরফে বুধবার জেলার ৪০৬ জন প্রতিবন্ধী পড়ুয়ার হাতে তাদের সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হল। জেলার ১১৭০৬ জন প্রতিবন্ধী পড়ুয়া রয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, বাকিদের সহায়ক সরঞ্জাম দেওয়া হবে চলতি মাসের মধ্যেই। পাশাপাশি ১৯ অগস্ট থেকে জেলাজুড়ে প্রতিবন্ধী শনাক্তকরন ক্যাম্প শুরু হবে। এ দিন অনলাইনের মাধ্যমে জাতিগত সংশাপত্র বিলিরও সূচনা করা হয়েছে। কৃষ্ণনগরের হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জেলা শাসক পিবি সালিম সহ হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও পুণ্ডরীকাক্ষ সাহা।

ছাত্র-পেটানোয় ধৃত শিক্ষক
প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক পড়ুয়াকে মারধরের ঘটনায় পুলিশ এক সহ-শিক্ষককে গ্রেফতার করেছে। ধৃত আনসারুল মিঞা ইংরেজির শিক্ষক। পুলিশ ও স্কুলসূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কান্দির শ্রীকৃষ্ণপুর ওই শিক্ষক ষষ্ঠ শ্রেণির সুমিত সরকার নামে এক পড়ুয়াকে মারধর করেন। জখম ওই পড়ুয়া কর্ণসুবর্ন হাসপাতালে চিকিৎসাধীন। তড়িঘরি প্রধান শিক্ষক হৃদয়রতন সিনহা স্কুল পরিচালন সমিতির বৈঠক ডাকেন। খবর যায় ওই পড়ুয়ার বাড়িতে। আক্রান্ত ছাত্রের প্রতিবেশীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। কান্দি থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হাত থেকে শিক্ষকের উদ্ধার করে। প্রধান শিক্ষক ছাত্র পেটানোর ঘটনায় আনসারুলের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ এ দিন পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

বাবলার ঘাটে উল্টে গেল নৌকা
তিরে ভেড়ার ঠিক আগেই বাবলা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে গিয়েছে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। জলে তলিয়ে গিয়েছে গোটা সাতেক সাইকেল। বুধবার বেলা দশটা নাগাদ ভরতপুরের লোহাদহ ঘাট থেকে নৌকাটি বাজারসৌর দিকে পাড়ি দেয়। পাড়ে ওঠার ঠিক আগে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় সকলেই ছিল স্থানীয় একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। আশপাশের লোকজনের তৎপরতায় ওই পড়ুয়াদের প্রাণ বাঁচলেও তাদের বইপত্র জলে ভেসে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর ওই ফেরিঘাটের মালিক রবিউল শেখকে শক্তিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।

নির্দলের সাহায্যে কংগ্রেসের বোর্ড
হরিহরপাড়ার দুটি পঞ্চায়েতে জয়ী দুই নির্দল প্রার্থী কংগ্রেসে যোগ দিলেন। হরিহরপাড়া ও চোয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী সারজিনারা বিবি ও সেলিনা বিবি বুধবার কংগ্রেসে যোগ দিয়েছেন। এ দিন তাঁরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে নাম লেখান। হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি মির আলমগীর বলেন, “২২ সদস্যের হরিহরপাড়া পঞ্চায়েতে আমাদের আসন সংখ্যা ছিল ১১। সারজিনারা বিবি দলে আসায় আমরা এককভাবে বোর্ড গড়তে পারব। সমসংখ্যক আসন বিশিষ্ট চোয়া পঞ্চায়েতেও আমাদের আসন বেড়ে হল ১০টি। ফলে সেখানেও আর কোনও অসুবিধা রইল না।”

যুবকের দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক আদিবাসী যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই থানা এলাকার পীরতলার এক কলাবাগানের মধ্যে ওই যুবকের দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশের কাছে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, ‘‘মাঝবয়সী ওই যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথার পিছন দিকে ক্ষত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

দেহ উদ্ধার
হরিহরপাড়ার খলিলাবাদ থেকে বুধবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের অনুমান, ওই ব্যক্তির বাড়ি দূরের কোন গ্রামে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.