বসিরহাটের মাঠে টোলগে, পেন, জসিমার, লুসিয়ানোদের মহমেডান স্পোর্টিং। উল্টো দিকে দীপেন্দু বিশ্বাসের নেতৃত্বে বসিরহাটের নিউ বাণী সঙ্ঘ। মাঠে টোলগেদের দাপাদাপি দেখতে উপচে পড়ল হাজার দশেক মানুষের ভিড়। লড়াই করেও অবশ্য সাদা-কালো জার্সিকে আটকাতে পারলেন না বসিরহাটের ছেলেরা। মহমেডান জিতল ৩-০ গোলে। |
বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেডিয়ামে মহমেডান প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল। খেলার ১৬ মিনিটে প্রথম গোল সেটপিসে। কর্নার কিকে মাথা ছুঁইয়ে গোল করেন চরণ রাই। পাঁচ মিনিট পরেই টোলগের মাপা সেন্টারে হেড করে ব্যবধান বাড়ান মনিরুল মণ্ডল। দ্বিতীয়ার্ধে দীপেন্দুর নেতৃত্বে বসিরহাটের ছেলেরা বেশ কয়েক বার মহমেডান-রক্ষণে হানা দিলেও কাজের কাজ করতে পারেননি। উল্টে ইজরাইল গুরুং মহমেডানের পক্ষে আরও একটি গোল করেন ম্যাচের ফয়সালা সুনিশ্চিত করে দেন।
মাঠে ছিলেন বিএসএসএ-র সভাপতি তথা বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল, ফুটবলার সমীর বসু, নিলু ঘোষ, নারায়ণ গোস্বামী, গোলাম কাজি প্রমুখ। দীপেন্দু বলেন, “মূলত ফুটবলপ্রেমীদের উৎসাহিত করতে এবং এই শহর থেকে ফুটবলার তৈরির উদ্দেশেই এই খেলার আয়োজন।” যোগদানকারী দু’দলকেই ট্রফি দেওয়া হয়। সমীরবাবুর প্রশিক্ষণে চলা কোচিং ক্যাম্পের ছেলেদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। খেলা দেখে বাড়ি ফেরার পথে অনেকেই জানালেন, শেষ কবে টিকিট কেটে এত দর্শক মাঠে এসেছেন তা তাঁদের স্মরণে নেই। |