|
|
|
|
জমি-জটে বাড়ি ভাঙচুর পিংলায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল পিংলায়। তার জন্য ভয় দেখাতে দল বেঁধে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর, পরিবারের সকলকে মারধর, লুটপাট করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পিংলা থানা এলাকার টুঙুর গ্রামে। ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের। নুরি বিবি ও তাঁর দুই মেয়ে বুধবার বাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ জানাতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে আসেন। পুলিশ সুপারকে না পেয়ে তাঁর অফিসেই লিখিত অভিযোগ জমা দিয়ে যান তাঁরা।
নুরি বিবির অভিযোগ, “বাড়ি থেকে উৎখাত করে জোর করে জমি নিতে চাইছে কয়েকজন ব্যক্তি। যাতে আমরা পুলিশ ও প্রশাসনের সাহায্য না পাই সে জন্য ওরা তৃণমূল নেতাদেরও সঙ্গে নিয়ে এসে বাড়ি ভাঙচুর, মারধর ও লুটপাট করে। স্থানীয় থানা থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়েই জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে এসেছি।” যে তৃণমূল নেতার নামে অভিযোগ, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সেই নেতা চণ্ডী সামন্তের কথায়, “ওঁদের জমি নিয়ে একটি বিবাদ হয়েছিল। দু’পক্ষেরই অভিযোগ, একজন আর একজনের জমি দখল করছে। আমরা বিষয়টি মেটানোরও চেষ্টা করেছিলাম। কিন্তু, উভয়পক্ষ সহমত হয়নি। শেষে ওদের প্রশাসনের কাছে যেতে বলি। তবু কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বুঝতে পারছি না।”
কিন্তু ওই জমিটিই লক্ষ্য কেন? অভিযোগ, নুরিদেবীর পাশের জমিটি কিনেছিলেন স্থানীয় শেখ ইসরাইল ও ফেকু নামে দুই ব্যক্তি। বাকি জমিটিও পাওয়া গেলে একই প্লটে অনেকটা জমি হয়ে যাবে। সেই লক্ষ্যেই তাঁরা ওই জমি পেতে চাইছেন বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের অবশ্য পাল্টা অভিযোগ, নুরিদেবীরা বাড়ি করার সময় শেখ ইসরাইলের কিছুটা জমি জোর করে দখল করে নিয়েছিলেন। তাই নিয়েই বিবাদ। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “অভিযোগ তদন্ত করে দেখা হবে।” |
|
|
|
|
|