স্কুলছাত্রদের সহায়তায় এগিয়ে এল বহুজাতিক সংস্থা। উলুবেড়িয়ার বীরশিবপুরের মালঞ্চবেড়িয়া প্রাথমিক স্কুলে সর্বশিক্ষা প্রকল্পে ঝাঁ-চকচকে শ্রেণিকক্ষ তৈরি হলেও পড়ুয়াদের বসার বেঞ্চ ছিল না। মঙ্গলবার স্কুলে ১৫টি বেঞ্চি এবং একটি ব্ল্যাকবোর্ড দিল নেদারল্যান্ডভিত্তিক বহুজাতিক এলপিজি উৎপাদক সংস্থা। উলুবেড়িয়া শিল্পতালুকেই রয়েছে সংস্থার বটলিং প্ল্যান্ট। সংস্থার ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যান্ড পিআর) শ্রীমান নারায়ণ কাদালি বলেন, “আগামী দিনে স্কুলটির উন্নতিতে বেশ কিছু কর্মসূচি রূপায়ণ করা হবে।” এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন প্রধান শিক্ষক বিবস্বন শৎপথী, গ্রাম পঞ্চায়েত সদস্য রাজকুমার হাজরা প্রমুখ।
|
চুরি করতে এসে ধরা পড়ল চার দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বন্যাপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই এলাকায় অলোক নস্কর নামে এক স্বর্ণব্যবসায়ীর বাড়িতে চুরি করতে আসে পাঁচ জনের একটি দুষ্কৃতী দল। সেই সময় আওয়াজে বাড়ির লোকজন জেগে যায়। তাঁরা চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরাও বেরিয়ে আসেন। বেগতিক দেখে দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও চার জন পালাতে পারেনি। তাঁরা বাঁচার জন্য স্থানীয় পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে তুলে তাদের গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে গ্রেফতার করে। আহত ২ জনকে হাওড়া জেলা হাসপাতালে এবং ২ জনকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। আহত হলেন ৪৪ জন যাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার বদরতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রভাতকুমার খাঁ (৪৮)। বাড়ি খানাকুলের রাজহাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরশুড়ার চিলাডাঙ্গি থেকে খানাকুলের গোবিন্দপুরে যাচ্ছিল কনেযাত্রী বোঝাই বাসটি। পুড়শুড়ার বদরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। আহত কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও ১৯ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক জনকে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাতবাবুর মৃত্যু হয় ঘটনাস্থলেই।
|
শহিদ ক্ষুদিরামের ফাঁসি দিবস উপলক্ষে সম্প্রতি ‘শহিদ দিবস’ পালিত হল হাওড়া জেলার উদয়নারায়ণপুরের ভবানীপুরে। ছিল নানা অনুষ্ঠান।
|
আরএসপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের কলতলা মোড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |