পাঁচ মাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি |
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড় বিমান ভাড়ায় |
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড়ের কথা ঘোষণা করল দুই আন্তর্জাতিক বিমানসংস্থা। হংকঙের ড্রাগর এয়ার ও ব্রিটিশ এয়ারওয়েজ। ড্রাগন এয়ারের উড়ান রয়েছে কলকাতা থেকে। তাদের দাবি, ১৪-১৯ অগস্টের মধ্যে ভারত থেকে টিকিট কাটলে বিনামূল্যে যত বার খুশি যাত্রার দিন বদল করা যাবে। অন্য সময়ে এর জন্য বাড়তি টাকা লাগে। একই সুবিধা মিলবে ড্রাগন এয়ারের সহযোগী ক্যাথে প্যাসিফিকের উড়ানেও। টিকিটের দামে ছাড় দিচ্ছে ব্রিটিশ এয়ার। ১৫-১৮ অগস্টের মধ্যে বিজনেস ও প্রথম শ্রেণির টিকিটে ১৫% ছাড় মিলবে। তা ব্যবহার করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।
|
মন্দা থেকে মুক্তি ইউরো অঞ্চলের |
জার্মানি ও ফ্রান্সের হাত ধরেই অবশেষে মন্দা থেকে বেরিয়ে এল ইউরো অঞ্চল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে দুই দেশের প্রত্যাশা ছাপানো বৃদ্ধির (যথাক্রমে ০.৭% ও ০.৫%) দৌলতে দেড় বছর পর সামগ্রিক ভাবে মন্দা কাটল ১৭টি দেশ নিয়ে গঠিত ওই অঞ্চলে। ওই তিন মাসে ইউরো অঞ্চলের বৃদ্ধি ০.৩%। তবে গ্রিস, স্পেনের মতো কিছু দেশে এখনও মন্দার ছায়া। |