স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার স্কুল পড়ুয়াদের জন্য বসে আেঁকা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করেছিল দুর্গাপুরের বিধাননগরের দ্য মিশন হাসপাতাল। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানান, কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে তিনটি বিভাগে প্রায় চারশো জন পড়ুয়া এই দু’টি প্রতিযোগিতায় যোগ দেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিজাইন বিভাগের শিক্ষক প্রসূন ভট্টাচার্য। সত্যজিৎবাবু জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার দেওয়া হবে।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে আসানসোল দক্ষিণ থানার ঘাঁটিগলি এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি স্থানীয় গৌরমণ্ডল রোড অঞ্চলে। পুলিশ জানায়, মৃতের নাম বিপ্লব রায় (২৪)। মৃতের পরিবার সূত্রে পুলিশ জেনেছে, যে বাড়ি থেকে তাঁর উদ্ধার হয়েছে তিনি আগে সেখানে ভাড়া থাকতেন। তিনি কেন সেখানে গিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিনই হিরাপুর থানার বার্নপুর ইস্কোর স্কব গেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
|
নিখোঁজ হওয়ার তিনদিন পরে মৃতদেহ উদ্ধার হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের এবি পীঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবুলাল রানা (৪০)। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন বাবুলালবাবু। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাবুলালবাবুর বাড়ির থেকে তিনশো মিটার দুরে একটি বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা খুলে দেহটি উদ্ধার করে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহের ময়না তদন্তের আগে মৃত্যুর কারণ নিয়ে পুলিশ কিছু জানাতে চায়নি।
|
বন্ধ হয়ে যাওয়া বাস চালু করার দাবিতে জামুড়িয়ার বিডিও-কে স্মারকলিপি দিল ডিওয়াইএফের ইকড়া অঞ্চল কমিটি। ডিওয়াইএফ নেতা ভৈরব চট্টোপাধ্যায় জানান, আগে জামুড়িয়া থেকে রানিগঞ্জ ভায়া ইকড়া-বালানপুর রুটে ছ’টি বাস চলত। কিন্তু ২০১২ সালের মাঝে রুট থেকে সব বাস তুলে নেওয়া হয়। ফলে ইকড়া, স্বার্থকপুর, চন্ডীপুর ও মামুদপুর এলাকার বাসিন্দাদের আড়াই-তিন কিমি হেঁটে বাস ধরতে যেতে হচ্ছে। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
|
খনি শ্রমিকদের নানা দাবিদাওয়া নিয়ে সভা করল আইএনটিইউসি। জনসভাটি হয় বুধবার নরসামুদা কোলিয়ারির সামনে। খনি শ্রমিকদের অবসরের বয়স ৬২ বছর করা, আবাসনভাতা বৃদ্ধি-সহ নানা দাবি জানানো হয়।
|
নেতাজী স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিঠানী ইউসি। রামসায়ের মাঠে তারা ফাইনালে বড়থল একেএসকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ফাইনালের সেরা হয়েছেন বিজয়ী দলের ছোটন বাউড়ি। ফাইনাল খেলা পরিচালনা করেন অনিমেশ দাস, রূপেন্দু বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ রায়।
|
বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বক্তারনগর চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল দুর্গাপুর দিশারী ক্লাব। বক্তারনগর মাঠে তারা পলাশকোল পদ্মাবতী সঙ্ঘকে ট্রাইবেকারে ৬-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল ২-২। |