সংস্কৃতি যেখানে যেমন

কলেজে সেমিনার
ইউজিসি-র সহায়তায় ও বসন্তপুরের ডোমকল কলেজ এবং জিয়াগঞ্জের শ্রীপত্‌ সিং কলেজের যৌথ উদ্যোগে মঙ্গলবার শুরু হয়েছে দু’ দিনের সেমিনার। সেমিনারের বিষয় ‘বিবেকানন্দ এবং ভারতীয় চেতনা গঠন’। অনুষ্ঠান স্থল বসন্তপুরের ডোমকল কলেজ। সেমিনারের বিষয়টি অন্তত ষোলটি উপভাগে ভাগ করা হয়েছে।
সেমিনারের সেই সব বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বাংলাদেশ সাহিত্য আকাদেমির সভাপতি আনিসুজ্জামান, রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী পূর্ণাত্মানন্দ, ঐতিহাসিক হোসেনুর রহমান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপকুমার মহন্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস বসু, বেনারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমিতা চট্টোপাধ্যায়, লোকসংস্কৃতি গবেষক শক্তিনাথ ঝা প্রমুখ। আজ বুধবারও ওই সেমিনারের বিভিন্ন দিক নিয়ে বিশিষ্টজনেরা আলোচনা করবেন।

ক্রীড়া প্রতিযোগিতা
বহরমপুর শহর লাগোয়া পঞ্চাননতলা এলাকার প্রফেসার এভিনিউ পাড়ায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন ধরে চলল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এ বারও স্থানীয় ‘ইয়ুথ কালচারাল অ্যাসোসিয়েশান’-এর ১২ বছরে পদার্পন ও ঈদ-মিলনী উপলক্ষে ওই আয়োজন করা হয়। সঙ্গীত, আবৃত্তি, কুইজ, আঁকা, বির্তক, কোরান পাঠ, গজল মালা গাঁথা, মুরগি লড়াই প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সেখানে মঞ্চস্থ হয় নাটক ও শ্রুতি নাটক। এলাকার বাসিন্দারা এই অনুষ্ঠানে যোগদান করেন। এ ছাড়াও গত রবিবার বহরমপুর গ্রান্ট হলে ‘আহমদিয়া মুসলিম জামাত’-এর মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ঈদ-মিলন’ অনুষ্ঠান। রোজার উপবাস ও ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়।

সিনেমা প্রদর্শন
বৈষ্ণবদের অন্যতম ধর্মগুরু প্রয়াত শ্রীশ্রী জগত্‌বন্ধুর জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘বন্ধুসুন্দর’ নামের সিনেমাটি আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছিল গত ২ অগস্ট। সেই থেকে বহরমপুরের সূর্য সিনেমা হলে ভক্তিরসের ওই সিনেমাটি প্রর্দশিত হচ্ছে। জিয়াগঞ্জ থানা এলাকার ডাহাপাড়ার ‘শ্রীশ্রী জগত্‌বন্ধুধাম ট্রাস্ট কমিটি’ জীবনীমূলক ওই সিনেমাটির প্রয়োজক। বৈষ্ণব ধমর্মতাবলম্বীদের অন্তত লাখ দশেক ভক্ত শ্রীশ্রী জগত্‌বন্ধুকে সাক্ষাত্‌ ভগবান জ্ঞানে ভক্তি করেন বলে জানান ‘শ্রীশ্রী জগত্‌বন্ধুধাম ট্রাস্ট কমিটি’র উজ্জ্বল বড়াল।

জন্মসার্ধশতবর্ষ
জিয়াগঞ্জের স্টিমারঘাট এলাকায় অনুষ্ঠিত হল কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবার্ষিকী অনুষ্ঠান। গত ১৯ জুলাই-এর ওই অনুষ্ঠানের আয়োজক স্থানীয় ‘অনুভব’ পত্রিকা। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন তিন অধ্যাপক-- সুজাতা বন্দ্যোপাধ্যায়, প্রীতিকুমার রায় চৌধুরী ও শ্যামল রায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.