টুকরো খবর |
জলশোধনের যন্ত্র এল স্কুলে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্রছাত্রীরা যাতে বিশুদ্ধ জল পান করতে পারে, সে জন্য জল শোধনের যন্ত্র দেওয়া হল ইঁদকুড়ি-খাসজঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেদিনীপুর শাখার উদ্যোগে মঙ্গলবার যন্ত্রটি স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের এজিএম হিরণ্ময় দাস, ম্যানেজার প্রবীর সরখেল। ব্যাঙ্কের এই পদক্ষেপে খুশি স্কুলের প্রধান শিক্ষিকা সুরজ মাণ্ডি সরেন। ব্যাঙ্কের ওই শাখার পক্ষ থেকে ভবিষ্যতেও এমন সাহায্য করা হবে বলে প্রবীরবাবু জানান।
|
রবিশঙ্কর নতুন দায়িত্ব বুঝলেন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
নতুন উপ পুরপ্রধানের শপথ খড়্গপুরে |
নতুন পুরপ্রধান কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডেকে দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী ভারপ্রাপ্ত পুরপ্রধান তৃণমূলের তুষার চৌধুরী। মঙ্গলবার খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলার উপস্থিতিতে রবিশঙ্করবাবুকে দায়িত্ব বুঝিয়ে দেন তুষারবাবু। অন্যদিকে, এদিনই নতুন উপপুরপ্রধান হিসেবে দায়িত্বভার নেন কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল। তাঁকে শপথ বাক্য পাঠ করান নতুন পুরপ্রধান।
|
অটোর ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অটোর ধাক্কায় মৃত্যু হল এক আরপিএফ কর্মীর। তিনি মোটর বাইকে ছিলেন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুরের বোগদায়। মৃতের নাম সমিতকুমার ঘোষ (৩২)। উল্টোদিক থেকে আসা অটোটি মোটরবাইক আরোহী ওই আরপিএফ কর্মীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অটোটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
|
স্কুলছাত্রের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দশম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের অশোকনগরে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির একটি ঘর থেকে শুভ্রনীল পণ্ডা (১৫) নামে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা বলে পুলিশের অনুমান। |
|