দুর্গাপুরে নিখোঁজ কর্মী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক সপ্তাহ ধরে নিখোঁজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট’ (সিএমইআরআই) এর চতুর্থ শ্রেণির এক কর্মী। সিএমইআরআই কর্তৃপক্ষ দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। সিএমইআরআই সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই কর্মীর নাম রামসুরত সিংহ (৫৩)। তিনি আইটি বিভাগের কর্মী। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। তিনি থাকতেন সিএমইআরআই নিউ কলোনির কোয়ার্টারে। ৫ অগস্ট থেকে তিনি আর কাজে আসেননি। অন্য কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
সহপাঠীর ঘুঁসিতে জখম
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সহপাঠীর ঘুঁসিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হল নবম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুর্গাপুরের ভিড়িঙ্গি ত্রৈলোক্যনাথ হাইস্কুলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রের নাম কৃষ্ণকান্ত মাহাতো। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাছে অবশ্য জখম ছাত্রের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হবে বলেও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
বধূ নির্যাতনের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোল মহিলা থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আনোয়ার বলে পুলিশ জানিয়েছে। আসানসোল উত্তর থানার বৈরাগী মহল্লা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈরাগী মহল্লা এলাকার পারভিন খাতুনের সঙ্গে ১৯৯৩ সালের ২০ মে তার বিয়ে হয়েছিল। এ বছরের ১০ অগস্ট শ্বশুরবাড়ির লোকেরা পুড়িয়ে মারার চেষ্টা করে বলে পারভিন থানায় অভিযোগ দায়ের করেন।
|
চলছে শ্রাবণী মেলা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তিন দিনের শ্রাবনী মেলা চলছে জামুড়িয়ার জোরজানকি গ্রামে। মেলা শুরু হয়েছে সোমবার। প্রথম দিন সন্ধ্যায় পালাকীর্তন, মঙ্গলবার বাউল এবং শেষ দিন বুধবার কবিগানের আয়োজন করা হয়। আয়োজক সংস্থার পক্ষে কাজল মণ্ডল জানান, তিন বছর আগে ওই এলাকায় শিব মন্দির প্রতিষ্ঠা হয়। প্রথম বছর থেকেই তিনদিনের মেলার আয়োজন করা হচ্ছে।
|
এটিএমে ঢুকে জালিয়াতি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এটিএমের টাকা জালিয়াতিতে জড়িত সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আজম খান বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি কিছুদিন ধরে কুলটির নিউরোড এলাকার একটি এটিএম কাউন্টারে জালিয়াতি করছে। সে গ্রাহকদের সহযোগিতা করার নাম করে এটিএম থেকে টাকা চুরি করে পালাতো।
|
ট্রেনে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে আসানসোল জিআরপি। ধৃতের নাম মহম্মদ তানিস। গত ২১ মে হাওড়াগামী জনতা এক্সপ্রেসের যাত্রী অরূপ কুমারের একটি ল্যাপটপ সহ কিছু মূল্যবান সামগ্রী সে ছিনতাই করেছিল বলে জানিয়েছে পুলিশ।
|
দুর্গাপুর
ফুটবল প্রতিযোগিতা। কনিস্ক ফুটবল মাঠ। বিকাল সাড়ে ৩টা।
কাঁকসা
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণ। সকাল ১১টা। উদ্যোগ: সিলামপুর উচ্চ বিদ্যালয়।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। রামসায়ের মাঠ। বিকাল তিনটে।
ফুটবল। জামগ্রাম মাঠ। বিকাল তিনটে। |