বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্রের ‘মাস্টার কপি’ লোপাট হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার, পরীক্ষা শুরুর ২৪ ঘন্টা আগে বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনায় তড়িঘড়ি কতৃর্পক্ষ বিএড পরীক্ষার প্রথম সেটের প্রশ্নপত্র প্রত্যাহার করে নিয়েছে। বিষয়টিকে ঘিরে ছাত্র শিক্ষক ও অভিভাবক মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। আজ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা শুরু হচ্ছে। ঘঠনায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “কেন এটা হল বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চাইছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘটনার যাতে তদন্ত হয়, তা দেখতে অনুরোধ করেছি।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, তিনদিন আগে থেকে মালদহ ও দুই দিনাজপুরের সংশ্লিষ্ট থানায় ১৮টি কলেজের বিএডের প্রশ্নপত্র পুলিশি হেফাজতে জমা রাখা হয়। পরীক্ষার আগে তা কলেজে পৌঁছানোর কথা। এদিন সকালে বিশ্ববিদ্যালয় থেকেই বিএড প্রশ্নপত্রে মাস্টার কপি লোপাট হওয়ার বিষয়টি জানাজানি হতেই থানাগুলি থেকে সমস্ত বিএডের প্রশ্নপত্র তুলে নিয়ে সেখানে দ্বিতীয় সেটের প্রশ্নপত্র পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এককর্তা জানিয়েছেন, প্রশ্নপত্র থানায় পাঠানোর সময় সম্ভবত মাস্টার কপিটি প্রশ্নপত্রের সঙ্গে চলে গিয়েছে বলে মনে হচ্ছে। প্যাকেটগুলি এখন খোলা সম্ভব নয়। তাতে ফাঁসের আশঙ্কা থাকে। তাই দ্বিতীয় সেট দিয়ে পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা সমূহের নিয়ামক সনাতন দাস বলেন, “প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কায় থানায় জমা রাখা বিএড পরীক্ষার প্রথম সেটের প্রশ্নপত্র প্রত্যাহার করা হয়েছে। সেখানে দ্বিতীয় সেটের প্রশ্নপত্র পাঠানো হয়েছে। কালকে দ্বিতীয় সেটের প্রশ্নপত্র দিয়েই বিএডের পরীক্ষা হবে।” তবে মাস্টার কপি লোপট নিয়ে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। তবে আশঙ্কা রয়েছে। পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবে না। এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএডের পরীক্ষা শুরু। ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সরকারি ও বেসরকারি মিলে ১৮টি কলেজের ১৮০০ কিছু বেশি পরীক্ষার্থী এ বার পরীক্ষা দিচ্ছেন। ওই বিএড কলেজের শিক্ষকরা প্রশ্ন তৈরি করে বিশ্ববিদ্যালয়ে জমা দেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জেলার সরকারি বিএড কলেজ এবং কলকাতার কয়েক জন শিক্ষক মডারেটার হিসাবে নিযুক্ত করা হয়। তাঁরাই দুই সেট প্রশ্ন তৈরি করেন। |