বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত পাঁচ, আহত ছয়
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একই মোটরবাইকের তিন সওয়ারির। সোমবার সন্ধ্যায় বাঁকুড়া সদর থানার কদমাঘাটিতে ট্রাকের ধাক্কায় মোটরবাইকের আরোহী তিন যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন উজ্জ্বল সেবাইত (২১), ঈশান দাস (২২) ও দুলাল খাঁ (২২)। তিন জনেই বিষ্ণুপুর শহরের বাসিন্দা। তাঁরা দুর্গাপুর থেকে বিষ্ণুপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই ঈশান ও দুলালের মৃত্যু হয়। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় উজ্জ্বলের। অন্য দিকে, রবিবার রাতে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মারা যান দুই পুণ্যার্থী। জখম হন ছ’জন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বিশ্বনাথ মাল (২০) ও নির্মল লায়েক (২০)। তাঁরা ইঁদপুর থানার কালিয়াপাহাড়ির বাসিন্দা। আহতদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়। তাঁরা জয়পণ্ডা নদী থেকে জল নিয়ে বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে যাচ্ছিলেন। |
পুলিশের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পুলিশের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার নালিশ করলেন এক মহিলা। জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুন করার লিখিত অভিযোগ জমা দেওয়ার পরেও বিষ্ণুপুর থানার পুলিশ তা গ্রাহ্য করেনি বলে সোমবার মহকুমাশাসকের কাছে অভিযোগ করলেন বিষ্ণুপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জু হাঁড়ি। তাঁর অভিযোগ, “১২ জুন বিষ্ণুপুর থানার গোঁসাইবাড়ি গ্রামে আমার মেয়ে টুম্পা মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে জামাই মন্টু মাঝি রটিয়ে দেয়। টাকা দাবি করে মেয়ের উপরে জামাই অত্যাচার করত। মেয়েকে খুন করা হয়েছে।” তাঁর দাবি, ১৩ জুন পুলিশের কাছে অভিযোগ জমা দেওয়ার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি। বিষ্ণুপুর থানার পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টেও ওই বধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খুনের অভিযোগ কেউ করেননি। ডেপুটি ম্যাজিস্ট্রেট ফাল্গুনী রায় বলেন, “মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ঘটনাটির বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে।” |
কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদ পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। সোমবার পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের অধ্যক্ষকে ওই স্মারকলিপি দেওয়া হয়। ছাত্র পরিষদের পক্ষে অভয় মাহাতোর অভিযোগ, “গণিতে সাম্মানিক বিভাগে ভর্তি ফি ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২২৫ টাকা। অন্য বিভাগেও ফি বাড়ানো হয়েছে।” কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় বলেন, “কলেজ চালানোর খরচ বেড়ে গিয়েছে। তাই বাধ্য হয়েই কিছু ক্ষেত্রে ফি বাড়াতে হয়েছে।” |