দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। দাবি দাওয়া জানিয়েও লাভ হয়নি। এ বার তাই ব্লক অফিসে গিয়ে অবস্থান শুরু করলেন বাসিন্দারা।
সোমবার সকাল থেকে মানবাজার ব্লক অফিসে স্থানীয় নাগদাগোড়া গ্রামের শতাধিক বাসিন্দা বিক্ষোভ-অবস্থানে বসেন। এ দিন অনেক রাত পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যান বলে জানা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, মানবাজার থেকে নাগদাগোড়া গ্রামের দূরত্ব ১২ কিলোমিটার। কিন্তু রাস্তার অবস্থা এতটা খারাপ যে মানবাজার থেকে কোনও গাড়ি গ্রামে ভাড়া যেতে চায় না। বিশেষত বাঘখুন্দির মোড় থেকে নাগদাগোড়া গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার অবস্থা সব থেকে খারাপ। কয়েকমাস আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় বাসিন্দারা প্রতিবাদ জানান। রাস্তার ওপরে মোরামের স্তূপ ডাঁই করে ঠিকাদার আর কাজে আসেন নি। ফলে এখন ওই রাস্তা পার হওয়া মুশকিল। ফলে স্কুল থেকে হাসপাতাল সব ক্ষেত্রেই মানবাজারের উপর মুখাপেক্ষী থাকা এই নাগদাগোড়া গ্রামের বাসিন্দারা এর জেরে আরও বিপাকে পড়েছেন।
রীতিমতো ‘অবিলম্বে রাস্তা চাই’ এই দাবিতে প্ল্যাকার্ড হাতে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা রাজেশ মণ্ডল, প্রকাশ মণ্ডল বলেন, “প্রশাসনের কাছে বহু বার দাবি জানিয়েছি। কিন্তু রাস্তাটি আর সংস্কার করা হয়নি। তাই বাধ্য হয়ে এই আন্দোলনে নামতে হয়েছে।” মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি বলেন, “কিছুদিন আগে আমি ওই এলাকার একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। রাস্তা এতটাই খারাপ যে কিছুটা চার চাকায়, কিছুটা মোটরবাইকে গিয়ে শেষে হেঁটে ওই স্কুলে পৌঁছেছিলাম।” জয়েন্ট বিডিও শ্রীকুমার ভট্টাচার্য বলেন, “বাসিন্দারা আগাম না জানিয়ে এই কর্মসূচি নিয়েছে। বিষয়টি ভাল ভাবে জেনে এ নিয়ে মন্তব্য করব।” মহকুমাশাসক (সদর) সৌম্যজিৎ দেবনাথ বলেন, “বাসিন্দাদের অবস্থান বিক্ষোভের কথা শুনেছি। বিডিও-র কাছে বিশদ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” |