যুবক খুনে ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
স্কুল চত্বরে যুবক খুনে অভিযুক্ত আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হুগলির ব্যান্ডেল স্টেশন থেকে অভিযুক্ত গোবিন্দ দাস ও তপন ঘোষকে ধরা হয়। সোমবার ধৃতদের নবদ্বীপ জুডিসিয়াল আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বরুণ দাস খুনের ঘটনার দশ দিনের মধ্যেই পুলিশ অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করল। গত ২ অগস্ট মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে স্কুল চত্বরেই খুন হয়েছিলেন বরুণ দাস। মৃত্যুর আগে তিনি পাঁচজন আক্রমণকারীর নাম পুলিশকে জানিয়ে গিয়েছিলেন। তার ভিত্তিতেই অভিযুক্তদের তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার দিন গ্রেফতার হন গদাই দেবনাথ ও নিতাই দেবনাথ। গত ৭ অগস্ট হাওড়া স্টেশন থেকে ধরা হয় তৃতীয় অভিযুক্ত পলাশ দেবনাথকে। আর সোমবার ধরা পড়ল ওই খুনের ঘটনার বাকি দুই অভিযুক্ত।
|
মহিলা খুনে ধৃত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ধৃত ব্যবসায়ী।— নিজস্ব চিত্র। |
দিন কয়ের আগে নওদার সোনাটিকুরি গ্রামের বাসিন্দা রোশনারা বিবি (৪০) খুনের তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে সামায়ুন ফরাজি নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গত ৭ জুলাই একটি পাট খেতের মধ্যে রোশেনারার দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃতের সঙ্গে ঘটনার দিন সকালে বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। এমনই জানতে পেরেছে পুলিশ।” পুলিশের দাবি, গয়নার লোভে ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করর কথা স্বীকারও করেছে সামায়ুন। সেই গয়না সে স্থানীয় একটি সোনার দোকানে ৮৫ হাজার টাকায় বিক্রিও করে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে সে।
পুরনো খবর: দেহ উদ্ধার
|
রেশনের মাল পাচারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রাতের অন্ধকারে ভ্যানে করে রেশনের চাল-গম পাচারের অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জের স্বর্ণখালি গ্রামের ডিলার মধুমঙ্গল বিশ্বাসের বাড়ির সামনে সোমবার ভোরবেলায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দুই ভ্যান চালককে আটকে রাখেন। পরে পুলিশ এসে ওই দুই চালককে আটক করে। গ্রামবাসী হরেকৃষ্ণ রায় বলেন, “রাতে রেশনের মাল পাচার করা হচ্ছিল। আমাদের নজরে পড়ে ভোরের দিকে। তারপর সেই মাল আটকে রাখা হয়।” ডিলার মধুমঙ্গলবাবু অবশ্য বলেন, “আমি কলকাতায় ছিলাম। কী ঘটেছে আমি জানি না।” কৃষ্ণগঞ্জের বিডিও অমৃতা রায় বর্মন বলেন, “বিষয়টি খাদ্য ও সরবরাহ দফতরকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া রির্পোটের ভিত্তিতে পদক্ষেপ করা হবে।”
|
কলেজে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তৃতীয় বর্ষের প্রাকটিক্যাল পরীক্ষায় ভূগোল অর্নাসের সিংহভাগ পড়ুয়া ফেল করার প্রতিবাদে চাপড়ার বাঙালঝি কলেজের অধ্যক্ষকে আটকে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। কলেজ সূত্রের খবর, ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জনই অকৃতকার্য হয়েছে। টিএমসিপি-র কলেজ ইউনিট সভাপতি আসলাম সর্দার বলেন, “কী কারণে এত ছাত্র-ছাত্রী ফেল করল সেটা জানতে চাই। আমরা অকৃতকার্যদের পাশ করানোর দাবি করছি না।” অধ্যক্ষ কৃষ্ণগোপাল রায় বলেন, “বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অকৃতকার্যরা খারাপ পরীক্ষা দিয়েছিল।”
|