|
|
|
|
বধূর অপমৃত্যু, গ্রেফতার স্বামী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
চার মাসের অন্তঃসত্ত্বা এক বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার দুধকুণ্ডি অঞ্চলের হরিয়াধরা গ্রামে। মৃতের নাম সঙ্গীতা মাহাতো (২০)। সঙ্গীতার বাবা সর্বেশ্বর মাহাতো রবিবার বিকেলে সঙ্গীতার স্বামী, শ্বশুর, শাশুড়ি, বড় ননদ-সহ পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। সঙ্গীতার স্বামী জয়ন্ত মাহাতোকে রবিবার রাতেই গ্রেফতার করে পুলিশ। বাকিরা পলাতক। সোমবার জয়ন্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।
এ বছর ১৪ ফেব্রুয়ারি সম্বন্ধ করে জয়ন্তের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়। মানিকপাড়ার একটি কাগজ কলে কাজ করেন জয়ন্ত। সর্বেশ্বরবাবুর অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। রবিবার হরিয়াধরা গ্রামে যান সঙ্গীতার কাকা শশধর মাহাতো। সেখানে নাকে মুখে রক্ত লেগে থাকা ভাইজিকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান শশধরবাবু। সঙ্গীতাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তপক্ষের আইনজীবী কাজল মাহাতো এ দিন আদালতে দাবি করেন, “ঘটনার সময় অভিযুক্তেরা সবাই চাষের কাছে মাঠে ছিলেন। বাড়ি ফিরে তাঁরা সঙ্গীতাকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান।” |
|
|
|
|
|