|
|
|
|
সমবায় ভবনে তালা ঝোলাল তৃণমূল |
গ্যাস নিয়ে অচলাবস্থা চলছেই হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রান্নার গ্যাস সরবরাহ চালুর দাবিতে তৃণমূলের সমর্থনে সিপিটি ও আইওসি দু’টি সমবায়ের ভবনে সোমবার বিকেলে তালা ঝুলিয়ে দেয় গ্রাহকেরা। নেতৃত্বে ছিলেন হলদিয়া পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল। তবে মহকুমাশাসক আগামী বুধবার বৈঠক ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় এ দিন রাতে তালা খুলে দেওয়া হয়।
হলদিয়া টাউনশিপ ও সংলগ্ন ব্রজনাথচক, হাতিবেড়িয়া, আজাদহিন্দনগরে রান্নার গ্যাস সরবরাহ করে মূলত সিপিটি ও আইওসি সমবায় সংস্থাই। প্রকল্প এলাকা থেকে সিলিন্ডার ওই দু’টি সমবায় সংস্থায় এলে তা গাড়ি থেকে ওঠানো নামানোর কাজ করেন স্থানীয় প্রায় তিনশো জন ভ্যান রিকশা চালক। প্রতি সিলিন্ডার ওঠানো নামানোর মজুরি ১টাকা থেকে বাড়িয়ে ২টাকা করার দাবিতে গত ১ অগস্ট থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। তৃণমূলের অভিযোগ, ওই দু’টি সমবায় সংস্থা ইচ্ছে করে শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে না। ফলে দুর্ভোগ বাড়ছে প্রায় ২৭ হাজার এলপিজি গ্রাহকের।
সোমবার সকালে গ্রাহকদের নিয়ে দেবপ্রসাদ মণ্ডল ওই দু’টি সমবায়ে যান। গ্যাস পরিষেবা চালুর জন্য বিকেল ৪টে পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। কিন্তু কোনও কাজ না হওয়ায় বিকেলে সংস্থার ভবন বন্ধ করে দেন তাঁরা। দেবপ্রসাদবাবু বলেন, “পরিষেবা চালু না হওয়ায় আমরা ওই দু’টি সমবায়ে তালা লাগিয়ে দিই।”
সিপিটি সমবায়ের ম্যানেজার নন্দলাল দিন্দা ও আইওসি সমবায়ের ম্যানেজার তরুণ ঘোড়ই বলেন, “বিষয়টি বোর্ড সদস্যদের জানিয়েছি। মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।” হলদিয়ার মহকুমাশাসক শঙ্কর নস্কর বলেন, “বুধবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছি। আশা করি সমাধানসূত্র মিলবে।” |
|
|
|
|
|