|
|
|
|
রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকি রাজ্যের তিন জেলায়
দেবপ্রিয় সেনগুপ্ত • কলকাতা |
কলকাতা, হাওড়া এবং কোচবিহার। বছর ঘুরলেই রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকির সুবিধা রাজ্যের এই তিন জেলায় পৌঁছে দেবে কেন্দ্র।
ইতিমধ্যেই দেশের ২০টি জেলায় পুরোদস্তুর চালু হয়েছে এই পদ্ধতি। এ বার পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে যে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ওই একই ব্যবস্থা চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গের তিন জেলাতেও। ফলে তখন ভর্তুকির কোটার (গৃহস্থালীতে ব্যবহারের জন্য প্রতি আর্থিক বছরে ন’টি পর্যন্ত) গ্যাসও প্রথমে বাজার দরে কেনার জন্যই বুক করতে হবে। তার পর এলপিজি-সিলিন্ডার কিনলে এবং ব্যাঙ্কের কাছে আধার নম্বর দেওয়া থাকলে, ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যাবে গ্রাহকের অ্যাকাউন্টেই। এ জন্য নির্ধারিত সময়ের আগে ওই তিন জেলার প্রায় সকলের হাতে আধার কার্ড পৌঁছে যাবে বলেও মনে করছে তেল সংস্থাগুলি।
|
|
এ প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের ডেপুটি জেনারেল ম্যানেজার (এলপিজি) রবীন্দ্রনাথ ঘোষ জানান, এ রাজ্যের তিন জেলা ও আন্দামানে নয়া ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলছেন তাঁরা। তেল মন্ত্রকের বার্তা পেয়ে একই ভাবে তৈরি হচ্ছে হিন্দস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামও। প্রশাসন মেনে নিচ্ছে এখনও ওই তিন জেলায় আধার কার্ড বা নম্বর সকলে পাননি। সংশ্লিষ্ট সূত্রে দাবি, কলকাতায় ৫২%, হাওড়ায় ৫৫% ও কোচবিহারে ৫২% মানুষ তা পেয়েছেন। তবে তেল সংস্থাগুলির কর্তাদের মতে, হাতে এখনও প্রায় চার মাস সময় রয়েছে। ফলে তার মধ্যে তিন জেলায় ওই নম্বর পাওয়ার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে যাবে বলেই মনে করছেন তাঁরা। উল্লেখ্য, ওই তিন জেলা মিলিয়ে ইন্ডিয়ান অয়েলের গ্রাহক সংখ্যা প্রায় ১১.৮ লক্ষ। হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের তা যথাক্রমে- ৫.৫ লক্ষ ও ৩.৬৫ লক্ষ।
কিন্তু আধার কার্ড হয়তো পাওয়া গেল। কিন্তু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না-থাকে?
তেল সংস্থা সূত্রে খবর, যে সব জেলায় ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়েছে, সেখানে গোড়ায় অ্যাকাউন্ট না-থাকলে, তা খুলতে তিন মাস সময় দেওয়া হচ্ছে গ্রাহককে।
তত দিন পর্যন্ত অ্যাকাউন্ট ছাড়াই ভর্তুকির সিলিন্ডার সরাসরি কম দামে পাচ্ছেন তিনি। কিন্তু তার পর তাঁকে অ্যাকাউন্টের মাধ্যমেই ওই ভর্তুকির টাকা নিতে হবে। তেল সংস্থাগুলির আশা, এ রাজ্যের তিন জেলাতেও নিশ্চয়ই তিন মাসের ওই সময়সীমা পাওয়া যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করার জন্য ডিস্ট্রিবিউটরের দোকানেও অন্তত কিছু দিনের জন্য ব্যাঙ্কের কাউন্টার চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছেন তাঁরা। |
পুরনো খবর: অবস্থাপন্ন পরিবারে দ্বিগুণ হতে পারে গ্যাসের খরচ |
|
|
|
|
|